সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন লিভারপুল

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন লিভারপুল

ম্যাচ শুরু হতেই যা দেরি, লিভারপুল সমর্থকরা ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে উৎসব শুরু করতে দেরি করল না। ম্যাচটা বিশ সেকেন্ড মাঠে গড়াতেই লিভারপুলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্যাডিও মানের শট ডি বক্সের ভিতরে হাত দিয়ে রুখবার চেষ্টা করেন টটেনহ্যামের সিসুকো। পেনাল্টি থেকে দর্শনীয় শটে গোল করেন মোহাম্মদ সালাহ। এরপর অলরেড সমর্থকদের উল্লাস আর থামায় কে! ম্যাচ শেষে ২-০ গোলের জয়ে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসবে মেতে ওঠে তারা। অলরেডদের পক্ষে দ্বিতীয় গোলটা করেন দিবক অরিগি (৮৭)। টটেনহ্যামকে হারিয়ে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জিতে এককভাবে তিনে ওঠে এল লিভারপুল। অলরেডদের সামনে কেবল রিয়াল মাদ্রিদ (১৩) এবং এসি মিলান (৭)। লিভারপুল পেছনে ফেলল বার্সেলোনা (৫) ও বায়ার্ন মিউনিখকে (৫)। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে জার্গেন ক্লপের একটা ফাড়া কাটল। ফাইনালে কোনোভাবেই তিনি সফল হতে পারছিলেন না। বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হেরেছেন ২০১৩ সালে। লিভারপুলের কোচ হিসেবে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর