সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি আজ

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ক্যারিবীয় পেসারদের গতি, সুইং ও বাউন্সে অসহায়ত্ব ফুটে উঠেছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের। অথচ ট্রেন্টব্রিজের উইকেটকে বলা হয় ব্যাটিং স্বর্গ। এই মাঠেই গত বছর বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড। ভেঙে দেয় পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রানের গড়া রেকর্ড। ২০১৬ সালে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই রান করেছিল ইংল্যান্ড। ২০১৮ সালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়ে ক্রিকেট জনকরা। দুই দুটি চারশোর্ধ্ব রানের রেকর্ড স্রষ্টা ইংল্যান্ড আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ব্যাটিং স্বর্গ ট্রেন্টব্রিজে। প্রতিপক্ষ পাকিস্তান। ইংল্যান্ডের টার্গেট টানা দ্বিতীয় জয়। পাকিস্তান চাচ্ছে প্রথম ম্যাচে ক্যারিবীয় ধাক্কা সামলে জয়ের ট্রাকে উঠতে। ট্রেন্টব্রিজে ক্যারিবীয়দের বিপক্ষে ১০৫ রানে গুটিয়ে পড়েছিল পাকিস্তান। হেরেছিল ৭ উইকেটে। ওভালে ইংল্যান্ডে ১০৪ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

সর্বশেষ খবর