মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটের জয়ে উজ্জীবিত জামালরা

প্রাক বাছাই পর্বে বাংলাদেশ-লাওস মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটের জয়ে উজ্জীবিত জামালরা

বিশ্বকাপ ক্রিকেটে বিস্ময়কর রেকর্ড গড়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ৩৩০ রানে নিজেদের সেরা ইনিংস খেলে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২১ রানে। এমন জয়ে বিশ্বে প্রশংসিত হচ্ছে টাইগাররা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে উজ্জীবিত হয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের লক্ষ্য শিরোপা। আর ফুটবল বিশ্বকাপে প্রাক-বাছাইপর্ব পার হওয়া।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। এখনই শুরু হয়ে গেছে কাতারে যাওয়ার লড়াই। স্বাগতিক দেশই শুধু সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে। ফিফা সদস্যভুক্ত অন্য দেশগুলোকে খেলতে হবে বাছাইপর্বে। বাংলাদেশ ৬ জুন লাওসে মুখোমুখি হবে প্রাক-বাছাইপর্বে। প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৬ জুন ঈদ হলেও সেদিনই খেলতে হবে জামাল ভূঁইয়াদের। থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলে জাতীয় দল এখন লাওসে। লাওস ততটা শক্তিশালী নয় বলে বাংলাদেশ জেতার আশা রাখে। তাছাড়া ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জয়ে ফুটবলারও উজ্জীবিত। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ১১ জুন ঢাকায় ফিরতি ম্যাচ।

 

 

সর্বশেষ খবর