মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

চোপরার চোখে মাশরাফি সেরা

ক্রীড়া প্রতিবেদক

দুবাই এশিয়া কাপে মাশরাফি বিন মর্তুজাকে এশিয়ার সেরা অধিনায়ক বলেছিলেন রমিজ রাজা। এবার পাকিস্তানের সাবেক অধিনায়কের পথে হাঁটলেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপরা। ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের হারানোর পর বাংলাদেশকে প্রশংসায়

ভাসিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। বীরেন্দার শেবাগ, ভিভিএস লক্ষণ, মোহাম্মদ কাইফ, আকাশ চোপরারা প্রশংসা করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন আকাশ চোপরা। সাবেক ও বর্তমানে ক্রিকেট বিশ্লেষক চোপরা বলেছেন, এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি। বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে এসেছে আকাশছোঁয়া স্বপ্ন বুুকে ধারণ করে।

সেই স্বপ্ন পূরণের পথে পরশু রাতে ওভালে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে প্রোটিয়াসদের। বাংলাদেশের জয়ে বিস্মিত নন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপরা। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক চোপরা লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে তিন বিভাগেই উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দেখিয়েছে বাউন্সারে ঘায়েল হওয়ার পাত্র নয় তারা। অবাক করেছে স্পিনের দারুণ ব্যবহারে। সব মিলিয়ে দারুণ খেলেছে প্রতিবেশীরা।’ মাশরাফিকে বলেছেন এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক, ‘মাশরাফি দারুণ দল পরিচালনা করেছেন। টেকনিক্যালি দারুণ হয়েছে তার অধিনায়কত্ব। কোনো সন্দেহ নেই মাশরাফি একজন সেরা অধিনায়ক। এশিয়ার অন্যতম সেরা অধিনায়ক।’  বাংলাদেশ ক্রিকেটের সব সময়কার ভক্ত হার্ষা ভোগলে। সব সময় প্রশংসা করেন মাশরাফিদের। পরশু রাতে প্রোটিয়াসদের ২১ রানে হারানোর পর টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন বিখ্যাত ধারাভাষ্যকার, ‘বাংলাদেশের পারফরম্যান্স ছিল সন্তোষজনক। দুর্দান্ত ব্যাটিং করেছে। সময়ের সঙ্গে মানিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে দক্ষিণ আফ্রিকাকে পরের ম্যাচগুলোতে অনেক কাজ করতে হবে।

তাদের বোলিং ছিল খুবই সাদামাটা। তাদের একজন সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার।’

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনার বীরেন্দার শেবাগ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। অসাধারণ খেলেছ। এ জয় তোমাদেরই প্রাপ্য।’ আরেক সাবেক তারকা মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘বাংলাদেশের দুর্দান্ত একটি জয়। গোটা দল অসাধারণ ব্যাটিং করেছেন। বোলাররাও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের হাত খুলে খেলতে দেননি। পরের ম্যাচগুলোতে দক্ষিণ আফ্রিকাকে বোলিং নিয়ে ভাবতে হবে।’ ভারতীয় ক্রিকেটের ব্যাটিং শিল্পী ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটি অসাধারণ দিন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দলীয় সর্বোচ্চ সংগ্রহ, দারুণ। টেকনিক্যালি তারা খেলেছে।’

ভারতীয় ক্রিকেটাররা এমনিতেই প্রশংসা কম করেন বাংলাদেশের ক্রিকেটের। তাদের মন জয় করা আর হিমালয় টপকানো প্রায় একই রকম। সেই ভারতীয়রা যখন প্রশংসা করেন, তখন বুঝতেই হবে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর