মঙ্গলবার, ৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদের ছুটিতে ছয় ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল খুশির ঈদ। তা না হলে পরের দিন। বুধবার ঈদ হলে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন মাঠে। কেননা সেদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর   মাশরাফিরা দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাসী হয়ে গতবারের রানার্সআপদের বিপক্ষে লড়বে। একই দিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। অর্থাৎ ৫ জুন ঈদ হলে রাতজুড়ে খেলা দেখবে বাংলাদেশের দর্শকরা। ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ বেলা সাড়ে ৩টায় শুরু।

৬ জুন নটিংহামে অস্ট্রেলিয়া লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৭ জুন ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি। ৬ জুন ঈদ হলে ৮ জুন সরকারি ছুটি শেষ হয়ে যাবে। তবে ঈদ আমেজটা থাকবে। এমন আমেজে বাংলাদেশ কার্ডিফে তাদের তৃতীয় ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। সাড়ে ৩টায় ম্যাচ শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় নিউজিল্যান্ড আফগানিস্তান খেলবে টন্টনে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমির আশা উজ্জ্বল হবে। টাইগাররা এখন যে উজ্জবীত রয়েছে তাতে সামনে যত বড়ই প্রতিপক্ষ হোক না কেন নির্ভয়ে খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর