শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

ইংল্যান্ড জয়ের দুটি সুখস্মৃতি

ক্রীড়া প্রতিবেদক

কার্ডিফ কখনো ফিরিয়ে দেয়নি বাংলাদেশকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে কখনো হারেনি টাইগাররা। সৌভাগ্যের সেই ভেন্যুতে আজ নামছেন মাশরাফিরা। প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপে দুই দলই খেলবে নিজেদের তৃতীয় ম্যাচ। একটি করে ম্যাচ জিতেছে দুই দল। বিশ্বকাপের সব আসর মিলিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের এটা চার নম্বর ম্যাচ। আগের তিন ম্যাচে দুটিতে জয় বাংলাদেশের। তাও আবার টানা দুই বিশ্বকাপে। ২০১১ সালে চট্টগ্রামে ২ উইকেটে জয়ের ২০১৫ সালে এডিলেডে জিতেছিল ১৫ রানে। আজ কার্ডিফে নামছে হ্যাটট্রিক জয়ের সন্ধ্যানে।

বাংলাদেশ ও ইংল্যান্ড পরস্পরের বিপক্ষে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ২০টি। টাইগারদের জয় ৪ এবং ইংলিশদের ১৬টি। মাশরাফিরা যে চারটি ম্যাচ জিতেছেন, তার দুটি বিশ্বকাপে ২০১১ ও ২০১৫ সালে এবং বাকি দুটির একটি ২০১০ সালে ব্রিস্টলে ন্যাটওয়েস্ট ট্রফিতে। আরেকটি জয় ২০১৬ সালে মিরপুরে বাইরেটারাল সিরিজে। বিশ্বকাপে দুই দল প্রথম খেলেছিল ২০০৭ সালে। ব্রিজটাউনে সুপার এইটের ওই ম্যাচটি ইংল্যান্ড জিতেছিল ৪ উইকেট। চার বছর পর ২০১১ সালে ইংল্যান্ডের ২২৫ রান টপকেছিল টাইগাররা নবম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ ও শফিউলের হার না মানা ৫৮ রানের জুটিতে। ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে এডিলেডে হারাতেই হতো ইংল্যান্ডকে। ১৫ রানের ঐতিহাসিক জয়ের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ। আজ লাকিয়েষ্ট গ্রাউন্ড কার্ডিফে নামছে বাংলাদেশ। পারবে কি জয়টিকে হ্যাটট্রিকে রূপ দিতে?

সর্বশেষ খবর