শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

রবিউলদের লাওস জয়

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ উত্তেজনায় যখন ছুঁয়ে আছে গোটা দেশ, তখন প্রায় আড়ালেই বাংলাদেশ জাতীয় ফুটবল ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বে প্রথম লেগের খেলা খেলল লাওস। জামাল ভুঁইয়া, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম রানারা লাওস জয় করে দেশে ফিরেছেন। বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের প্রথম লেগে লাওসকে ১-০ গোলে হারিয়ে দেশে ফিরেছে দল। ১১ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগে নূন্যতম একটি ড্র করলেই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলবেন জামালরা। র‌্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ৩৪ দল এবং প্রাক-বাছাইয়ের ৬ দল, মোট ৪০ দল নিয়ে বাছাই পর্বের দ্বিতীয় পর্বে খেলবে। প্রাক-বাছাই পর্বের এই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে বাফুফে ও কোচ জেমি ডে। লাওসের বিপক্ষে ফুটবল যুদ্ধে নামার আগে থাইল্যান্ডে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেন জামাল, রবিউলরা। ৬ জুন, বৃহস্পতিবার লাওস আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন জামালরা। ২৫ মিনিটে লাওসের নেওয়া ফ্রি কিক গোল লাইন থেকে বাঁচান আশরাফুল রানা। প্রথমার্ধ শেষ হয় লাওসের আধিপত্যে। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকরা চেপে খেলতে থাকে। কিন্তু জেমি ডে-এর রক্ষণাত্মক কৌশলে দুর্দান্ত খেলতে থাকা ফুটবল দল গোল আদায় করে নেয় ৭২ মিনিটে। রবিউলের স্বপ্নের গোলটির আগে মামুনুলের বাঁ পায়ের কর্নার লাইন থেকে বাঁচিয়ে দেন লাওসের গোলরক্ষক। পাঁচ মিনিট পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে ঠান্ডা মাথায় ডান পায়ের জোরালো শটে বাংলাদেশকে উৎসবে ভাসান রবিউল (১-০)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর