শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

স্পিনেই বাজি মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক, কার্ডিফ থেকে

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস প্রথম ওভারেই বল তুলে দিয়েছিলেন ইমরান তাহিরের হাতে। সফলও হয়েছেন। ইনিংসের দ্বিতীয় বলেই ভয়ঙ্কর ওপেনার জনি বেয়ারস্ট্রকে বিদায় করে দেন প্রোটিয়া লেগ স্পিনার। বাংলাদেশের অধিনায়কও ইংলিশদের বিরুদ্ধে স্পিনারদের ওপরই ভরসা রাখছেন। প্রথম ওভারে কোনো স্পিনারের হাতে বল তুলে দেবেন কিনা! তবে কাল সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘আমাদের স্পিনাররা গোটা ক্রিকেট বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছে। স্পিন আমাদের বড় শক্তি। আপনারা সবাই সাকিবকে আলাদাভাবে চেনেন। সেই আমাদের দলে অন্যতম শক্তি। অনেক দিন থেকে মেহেদি হাসান মিরাজও দারুণ বোলিং করছেন। শেষ দুই বছরে তিনি নতুন বলে খুবই কার্যকরী ভূমিকা পালন করেছেন।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ ম্যাচে মাত্র চারটি জয় বাংলাদেশের। তবে মজার বিষয় হচ্ছে, শেষ দুটি বিশ্বকাপেই জয় আছে টাইগারদের। ২০১১ সালের পর ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি দলকে দারুণভাবে অনুপ্রাণিত করছে! যদিও মাশরাফি বললেন ভিন্ন কথা, ‘এটা সম্পূর্ণ নতুন ম্যাচ। নতুন করে খেলতে হবে। তাই আগের দুই ম্যাচের সঙ্গে মেলালে হবে না।’ ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতলেও হেরেছে দ্বিতীয় ম্যাচ।  মাশরাফি বলেন, ‘এখনো ইংল্যান্ড সেরা দলগুলোর মধ্যে একটি। পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে বলে অন্যভাবে দেখার কিছু নেই। তবে আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি, আশা করি কিছু একটা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর