শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

পঞ্চপাণ্ডবকে ভয় মরগানের

ক্রীড়া প্রতিবেদক, কার্ডিফ থেকে

বাংলাদেশ দলে আছেন অভিজ্ঞ ৫ ক্রিকেটার- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই পঞ্চপা-বকেই ভয় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের। গতকাল কার্ডিফে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাদের সিনিয়র ক্রিকেটাররা অনেক দিন থেকে ক্রিকেট খেলেন। অনেক ম্যাচ খেলেছেন। অনেক বেশি অভিজ্ঞতা তাদের। এমনকি আমাদের সিনিয়রদের চেয়েও ওরা বেশি ম্যাচ খেলেছেন। ওদের সিনিয়ররাই আমাদের জন্য হুমকি। তবে আশা করি, আমরা ভালো খেলতে পারব আর ওদের হারাতে পারব।’

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তারা পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়। তাই আজ কার্ডিফে জয়ের জন্য উন্মুখ হয়ে আছে ইংলিশরা। মরগান বলেন, ‘ওদের সবচেয়ে শক্তির জায়গাগুলো আমাদের জন্য হুমকি। ওরা ব্যাটিংয়ে ভালো। ওদের টপ অর্ডার বেশ শক্তিশালী। ওদের ভালো স্পিনার আর ভালো পেসার আছে। তাই ওরা ভালো একটি দল।’

তবে বাংলাদেশকে সমীহর চোখেই দেখছেন ইংলিশ অধিনায়ক।  মরগানের দাবি, ‘অনেকেই বাংলাদেশকে ছোট করে দেখে। কিন্তু আমি তা মনে করি না। আমার মনে হয়, এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ওরা ভালো একটি দল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর