মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

ছন্দে ফিরতে মরিয়া তামিম

ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে গতকাল বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। কিন্তু নির্ধারিত সময়ের বেশ আগেই মাঠে চলে আসেন তামিম ইকবাল। প্রচন্ড  শীত। যেখানে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকাই কষ্টকর, সেখানে মধ্য মাঠে নেটে একাগ্র চিত্তে অনুশীলন করে যাচ্ছেন ড্যাসিং ওপেনার। অন্য প্রান্তে অন্য ক্রিকেটাররা গা গরম করতে মাঠের চার পাশে চক্কর দিচ্ছেন, ফুটবল নিয়ে কারিকুরি করছেন, ফিল্ডিং অনুশীলন করছেন, কেউবা ক্যাচ ধরার প্র্যাকটিস করছেন কিন্তু তামিম অনুশীলনের শেষ পর্যন্ত নেটেই কাটিয়ে দিলেন। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। অথচ সেই তামিম কিনা বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই ব্যর্থ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৬ রান, তা আবার ২৯ বল খেলে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪ রান করতে মোকাবিলা করতে হয়েছে ৩৮ বল। তৃতীয় ম্যাচেও করেছেন মাত্র ১৯। নিজের এমন ‘যাচ্ছেতাই’ পারফরম্যান্সে নিজেই যেন হতাশ! নিজের ওপর নিজেই যেন মহাবিরক্ত! এর আগেও ড্যাসিং ওপেনার অনেকবার অফ-ফর্ম কাটিয়েছেন। প্রবল পরাক্রমে ফিরেছেনও।

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে তামিম ঘোষণা দিয়েছিলেন, ইংল্যান্ড হচ্ছে তার দ্বিতীয় হোম! এখানে তিনি খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ঢাকার পর ইংল্যান্ডই তার সবচেয়ে প্রিয়। অবশ্য তামিমের কথায় বেশ যুক্তিও ছিল। কেন না ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচের কথা চিন্তা করুন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১২৮ রানের ইনিংস। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রানের আরেকটি লড়াকু ইনিংস। যে ম্যাচে বাংলাদেশ ২০০-এর আগেই অলআউট সে ম্যাচেও তামিম সফল। টেস্টে লর্ডসে সেঞ্চুরি, সেঞ্চুরি আছে ম্যানচেস্টারেও। সেই ইংল্যান্ডেই কিনা বাইশগজে নিজেকে খুঁজে পাচ্ছেন না ড্যাসিং ওপেনার! অবশ্য তামিম বড় স্কোর করতে না পারলেও তাকে নিয়ে চিন্তিত নন টাইগার ক্যাপ্টেন মাশরাফি। চিন্তার কারণও নেই। তামিম হচ্ছেন লম্বা ইনিংস খেলা ব্যাটসম্যান। যেদিন শুরু করবেন, একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেবেন! এমন সামর্থ্য আছে তার। নিজের দিনে তুলাধোনা করে ছাড়েন প্রতিপক্ষের বোলারদের।

তারপরও তামিমের মতো ক্রিকেটার যখন রান পান না, তখন তো দুশ্চিন্তা হবেই! সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে, তামিমের সমস্যা কোথায়? মাশরাফি আত্মবিশ্বাসের সঙ্গেই উত্তর দেন, ‘তামিম চেষ্টা করছে। কিন্তু এখনো ওর সেরাটা দিতে পারেনি। এ জন্য ওরই খারাপ লাগছে। আসলে ভাগ্যে রান না থাকলে ও কী করবে?’

দুই ওপেনার ভালো শুরু দিতে পারলে ইংল্যান্ডের এই ব্যাটিং স্বর্গে বড় স্কোর করাই যে দায়! আরেক ওপেনার সৌম্য সরকারও বড় ইনিংস খেলতে পারেননি। তবে তিনি বলও নষ্ট করেননি। তাই

চিন্তা বাড়ছে তামিমকে নিয়ে। সত্যিই কি ড্যাসিং ওপেনারের কোনো সমস্যা আছে? মাশরাফিকে আরও একবার বলতে হলো, ‘দলের সেরা ব্যাটসম্যান সে। কি সমস্যা সেটা সে নিজেই বোঝার চেষ্টা করছে। সত্যিই সে, কঠোর পরিশ্রম করছে।’

তামিম যেভাবে নিজেকে মেলে ধরার জন্য মরিয়া হয়ে পড়েছেন, দেখা যেতে পারে আজই তার ব্যাট হাসছে! শ্রীলঙ্কা যে তার প্রিয় প্রতিপক্ষ। তার ১১ সেঞ্চুরির মধ্যে দুটিই লঙ্কানদের বিরুদ্ধে। হয়তো আজই দেখা যেতে পারে চেনা তামিমকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর