মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

‘বৃষ্টি হলে বোলিং করা উচিত’

ক্রীড়া প্রতিবেদক

‘বৃষ্টি হলে বোলিং করা উচিত’

আশরাফুল

নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের কাছে হার। টানা দুই হারের পরও শেষ হয়ে যায়নি বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। শেষ চারে খেলতে হারাতেই হবে ‘দ্বীপরাস্ট্র’ শ্রীলঙ্কাকে। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে মাশরাফিদের আরও কৌশলী ক্রিকেট খেলতে হবে জানান সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অবহাওয়া রিপোর্ট বলছে বৃষ্টি বাঁধায় পড়বে ম্যাচটি। যদি কার্টেল ওভারে ম্যাচ গড়ায়, তাহলে আগে বোলিং করার পরামর্র্শ দিলেন আশরাফুল। একইসঙ্গে একাদশে ব্যাটসম্যানের আধিক্য রাখতেও বললেন। ক্রিকেট মহাযজ্ঞে এবার খর্ব শক্তির এক দল শ্রীলঙ্কা। শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে থাকায় জয়ের স্বপ্ন দেখছেন মাশরাফিরা। ‘মাস্ট উইন’ ম্যাচটির একাদশে একটি পরিবর্তন চান আশরাফুল, ‘ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, তাহলে কার্টেল ওভারের ম্যাচ হবে। ম্যাচের আয়তন কমে আসলে একাদশে ব্যাটসম্যান বেশি রাখা উচিত। ৫০ ওভারের ম্যাচ হয়, তাহলে মিথুনের জায়গায় পেসার রুবেলকে খেলানো উচিত। কারণ আবহাওয়া পেসারদের সুবিধা দিবে। আর বাড়তি ব্যাটসম্যানের খুব প্রয়োজন দেখছি না।’

সর্বশেষ খবর