শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আজ

ধারাবাহিকতার প্রতিপক্ষ পাওয়ার

ক্রীড়া প্রতিবেদক

ধারাবাহিকতার প্রতিপক্ষ পাওয়ার

একটি দুটি নয়, এখন পর্যন্ত সাত সাতটি সেঞ্চুরি হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের চলতি আসরে। ৫ উইকেট নিয়েছেন তিন পেসার। অবলীলায় ৩০০-সাড়ে ৩০০ রান হচ্ছে ম্যাচগুলোতে। তারপরও ম্যাচগুলো জমে উঠেনি বৃষ্টি বাঁধায়। বিশ্বকাপের ১৬ দিন গড়িয়েছে, কিন্তু সব ফোকাস এখন বৃষ্টির ওপর। বৃষ্টিতে একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে। তিন ম্যাচে ফল হয়নি। বাকি ম্যাচগুলোর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ক্রিকেটপ্রেমীরা। এমন পরিস্থিতি যখন ক্রিকেট মহাযজ্ঞের, তখন সাউদাম্পটনে আজ মুখোমুখি হচ্ছে ‘ধারাবাহিক’ ইংল্যান্ড ও ‘পাওয়ার হিটিং’ ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই এটা চার নম্বর ম্যাচ। আগের তিন ম্যাচে ইংল্যান্ডের জয় দুটি এবং হার একটি। ক্যারিবীয়রা একটি জিতলেও হেরেছে একটি। অপরটি ভেসে গেছে বৃষ্টিতে।

ওয়ানডে ক্রিকেটে নিয়মিত ৩০০ রান করছে ইংল্যান্ড। গত চার বছরে চারশোর্ধ্ব রানও করেছে। চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ৫০০ রানের স্বপ্ন দেখছে দলটি। ২০১৫ সালের পর থেকে দুরন্ত ক্রিকেট খেলে ওয়ানডে ক্রিকেটকে বদলে ফেলা দলটি টানা তিন ম্যাচে তিনশোর্ধ্ব রান করেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ৩১১ রান করে জয় পায় ১০৪ রানে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১৪ রানে হারের ম্যাচে স্কোর করেছিল ৩৩৪ রান। বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের জয়ী ম্যাচে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩৮৬ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে গতি, সুইং ও বাউন্সে পাকিস্তানকে বিধ্বস্ত করে জয় পায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১৫ রানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ১৯৭৩ থেকে দুই দল পরস্পরের বিপক্ষে খেলছে। এখন পর্যন্ত ১০১ ম্যাচ খেলে ইংল্যান্ডের জয় ৫১ এবং ওয়েস্ট ইন্ডিজের ৪৪। ফল হয়নি ৬ ম্যাচে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের জয় সাকল্যে একটি। ১৯৭৯ সালে লর্ডসের সেমিফাইনালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৯২ রানে। বিশ্বকাপে মুখোমুখি বাকি পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে ইংল্যান্ড। ১৯৮৭ সালে গুজরানওয়ালায় ২ উইকেটে, জয়পুরে ৩৪ রানে, ১৯৯২ সালে মেলবোর্নে ৬ উইকেটে, ২০০৭ সালে ব্রিজটাউনে ১ উইকেটে এবং ২০১১ সালে চেন্নাইয়ে ১৮ রানে জয় পায় ইংল্যান্ড। আজ কি পারবে ওয়েস্ট ইন্ডিজ টানা পাঁচ হারের ধাক্কা সামলে জয়ের রাস্তায় উঠতে? না, ইংল্যান্ড ধরে রাখবে জয়ে ধারাবাহিকতা।

সর্বশেষ খবর