শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

তিন সপ্তাহ বিরতি শেষে লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক

তিন সপ্তাহ বিরতি শেষে লিগ শুরু

প্রাক-বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি চ্যাম্পিয়নশিপের জন্য ২২ দিন বন্ধ ছিল প্রিমিয়ার ফুটবল লিগ। বন্ধ হওয়ার আগে পর্যন্ত ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে ছিল নবাগত বসুন্ধরা কিংস। লিগের চমক জাগানো দলটির ১৫ ম্যাচে জয় ১৪টি। অবিশ্বাস্য! দুইয়ে থাকা ঢাকা আবাহনী বসুন্ধরার চেয়ে পেছনে ৭ পয়েন্ট। তিন সপ্তাহের ওপর বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকাল ৪টায় লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনীর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ৯ নম্বর দল রহমতগঞ্জ ফ্রেন্ডস। সন্ধ্যা ৭টায় ১৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে পয়েন্ট টেবিলের তলানির দল বিজেএমসির বিপক্ষে। 

প্রাক-বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল বেঙ্গল টাইগারদের। লাওসের মাটিতে ১-০ গোলের জয় নিয়ে দেশে ফিরে। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একচেটিয়া ফুটবল খেলেও দুর্ভাগ্যবশত গোলশূন্য মাঠ ছাড়ে। তারপরও অ্যাওয়ে ম্যাচে জয়ের সুবিধায় বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। যা বাংলাদেশের ফুটবলের পড়ন্ত বেলায় অনেক বড় প্রাপ্তি। আবাহনীও আশা জাগিয়ে রেখেছে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার। দুই-দুইটি টুর্নামেন্টের লিগ বন্ধ ছিল ২২ দিন। বন্ধ হওয়া পর্যন্ত ১১ গোল সবার ওপরে ছিলেন আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ১০ গোল দুইয়ে আবাহনীর বাংলাদেশি স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। ১০ গোল করেছেন শেখ রাসেলের রাফায়েল অ্যাডোভিন ওনওয়ার্বে। ৯টি করে গোল করেছেন  বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়াস দ্য কস্টা ও মুক্তিযোদ্ধা সংসদের বালো ফামুসা।

সর্বশেষ খবর