শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ ওপরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাই পর্বে লাওসকে হারিয়ে এশিয়ান অঞ্চলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠে এলো বাংলাদেশ। ১৮৮ নম্বর স্থান থেকে উঠে এলো ১৮৩ নম্বরে। বাংলাদেশের স্থানে চলে গেল লাওস (১৮৮)। এশিয়ান অঞ্চলেও এগিয়েছে বাংলাদেশ। ৪৬ দেশের র‌্যাঙ্কিংয়ে ৩৮ নম্বরে অবস্থান করছে। এর আগে ছিল ৪১ নম্বরে। এশিয়ায় শীর্ষে আছে ইরান। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা আছে ২০ নম্বরে। দক্ষিণ এশিয়া অঞ্চলে সবার শীর্ষে ভারত (১০১)। এরপর আছে মালদ্বীপ (১৫১), নেপাল (১৬৫), ভুটান (১৮৬), শ্রীলঙ্কা (২০১) এবং পাকিস্তান (২০৫)। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে বেলজিয়াম। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আছে দুই নম্বরে। পরের স্থানগুলো দখল করেছে যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, উরুগুয়ে, সুইজারল্যান্ড ও ডেনমার্ক।

সর্বশেষ খবর