শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

রুবেল কি খেলবেন?

ক্রীড়া প্রতিবেদক, টনটন থেকে

টনটনে বিশ্বকাপের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। পরের ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। দুই ম্যাচেই একাধিপত্য ছিল পেসারদের। ইংল্যান্ডের উইকেট যত ব্যাটিং সহায়কই হোক না কেন গতির বোলার পাচ্ছেন বাড়তি সুবিধা। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি গতির বোলার রুবেল হোসেন টিম কম্বিনেশনের কারণে একাদশেই সুযোগ পাচ্ছেন না। গতকাল বোলিং উপদেষ্টা কোর্টনি ওয়ালশকে প্রশ্ন করা হয়েছিল, রুবেল কি সুযোগ পাবেন পরের ম্যাচে? উইন্ডিজ কিংবদন্তির উত্তর, ‘এটা নির্বাচকদের ব্যাপার। এটা জানি, গত বছর সে খুবই ভালো একটা মৌসুম কাটিয়েছে। এ বছরও যে খুব ভালো বোলিং করছে। কিন্তু দলের কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছে না একাদশে। আমি আশা করি সে খেলার সুযোগ পাবে। এখনো সামনে বেশ কয়েকটা ম্যাচ আছে। নির্বাচকরা যখনই বলবেন তখনই সে সুযোগ পাবেন। তবে বলতে পারি সে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েই আছেন।’

পেস আক্রমণে বাংলাদেশের প্রধান ভরসা মুস্তাফিজুর রহমান। কিন্তু কাটার মাস্টারও বিশ্বকাপে তেমন একটা সুবিধা করতে পাচ্ছেন না। তবে ওয়ালশ তেমনটা মনে করেন না, ‘আমি বলব না সে খারাপ বোলিং করেছে। তবে যখন ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে বোলিং করে তখন একটা বাজে বল করলেই তারা বাউন্ডারি হয়ে যায়। এটা বলতে পারি সে ৮০ভাগ খুবই ভালো বল করেছে। কিন্তু ২০ ভাগ তুলনামূলক খারাপ করেছে সেগুলো বাউন্ডারি হয়ে গেছে।’

মাশরাফি সম্পর্কে ওয়ালশের মূল্যায়ন, ‘আমরা সবাই জানি, মাশরাফি হচ্ছে একজন যোদ্ধা ক্রিকেটার। তার সামান্য একটু ইনজুরি আছে। তবে অধিনায়ক হিসেবে সে সামনে থেকেই নেতৃত্ব দিতে ভালবাসে।’ সাইফউদ্দিন সম্পর্কে বলেন, ‘সেও কিছুটা ইনজুরিতে। ম্যাচের যদি ৯৫ ভাগও সুস্থ থাকে তাতেও আমি খুশি। সে ভালোই বোলিং করছে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর