রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

ভারত-পাকিস্তান মহারণ

আসিফ ইকবাল

ভারত-পাকিস্তান মহারণ

লন্ডন, কেন্ট, সাসেক্স, নটিংহ্যামশায়ার, হ্যাম্পশায়ার, ওয়েলস-ইংল্যান্ডের সব পথ আজ ম্যাঞ্চেস্টারমুখী। অলি-গলি দিয়ে সবার গন্তব্য এখন ওল্ড ট্র্যাফোর্ডে। আজ এখানেই যে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। পৃথিবীর সবচেয়ে বৈরী মনোভাবাপন্ন দেশ দুটি শুধু রাজনীতিতেই নয়, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি ময়দানি লড়াইয়েও প্রবল প্রতিপক্ষ। দুই দেশের ক্রিকেট ম্যাচ নিয়ে বিশ্বব্যাপী সৃষ্টি হয় সূক্ষ্ম বিভাজনের। সাত সমুদ্র তের নদীর ওপারে বিলাতে চলছে বিশ্বকাপ ক্রিকেট। দুই প্রতিবেশী আজ ক্রিকেট মহাযজ্ঞে পরস্পরের মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ডে। গত ১৭ দিনে ২১ ম্যাচে দুরন্ত খেলেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত। সেঞ্চুরি করেছেন জো রুট, সাকিব, ওয়ার্নার, রোহিতরা। গতি ও সুইংয়ে ব্যাটসম্যানদের নাকাল করছেন আমির, স্টার্ক, আর্চার, ফারগুসনরা। কিন্তু বিশ্বকাপের নায়ক, খলনায়ক এখন বৃষ্টি। বৃষ্টিতে প- হয়েছে চার ম্যাচ। তারপরও এই প্রথম বৃষ্টিকে আড়াল করে বিশ্বকাপের সব আলো টেনে নিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচটি। দুই প্রতিবেশীর মহারণ ঘিরে হু হু করে বাড়ছে বাজিকরদের বাজি। চড়তে শুরু করেছে ম্যাচের পারদ। ভারত ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়ন। পাকিস্তান চ্যাম্পিয়ন ১৯৯২ সালের। ক্রিকেট ঐতিহ্যে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। প্রতিবেশী বলে দুই দেশের ম্যাচের আবেদন একটু বেশিই। ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো। দুই প্রতিবেশী এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছে ১৩১ বার। যাতে পাকিস্তানের সাফল্য ৭৩ এবং ভারতের ৫৪।

খেলা হয়নি ৪ বার। তবে বিশ্বকাপে ভারতের জয়জয়কার। সাত মুখোমুখির সবগুলোতেই জিতেছে বিরাট কোহলির দেশ। ওল্ড ট্রাফোর্ডে শিখর ধাওয়ানকে ছাড়া আত্মবিশ্বাসী কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহরা খেলবেন। সরফরাজ আহমেদ, ইমাম-উল হক, মোহাম্মদ আমিরদের পাকিস্তান বেশ এলেবেলে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে ভারত। তারপরও দুই বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আত্মবিশ্বাস যোগাতে পারে পাকিস্তানকে।

দুই দেশের হেভিওয়েট লড়াই দেখতে গোটা বিশ্ব অপেক্ষায়। এখন শুধুই প্রার্থনা, বৃষ্টিতে যেন ভেসে না যায় ম্যাচটি।      

 

এক নজরে ভারত-পাকিস্তান ম্যাচ

দেশ                                        ম্যাচ       জয়         হার         টাই        খেলা হয়নি

ভারত                                    ১৩১      ৫৪         ৭৩         ০                 ৪

পাকিস্তান                                             ১৩১      ৭৩         ৫৪         ০                 ৪        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর