রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

‘চ্যাম্পিয়ন দলেরও সবাই ভালো খেলে না’

ক্রীড়া প্রতিবেদক, টনটন থেকে

মাশরাফি বিন মর্তুজা ফর্মে নেই। প্রথম দুই ম্যাচে তার বোলিং ছিল একেবারেই সাদামাটা। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। এদিকে রুবেল হোসেনের মতো পেসার কম্বিনেশনের কারণে সুযোগই পাচ্ছেন না। এ নিয়ে সামাজিক  যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে ইনজুরি নিয়েও কেন  খেলছেন নড়াইল এক্সপ্রেস। এ প্রসঙ্গটি কাল তামিম ইকবালের সামনে উপস্থাপন করা হলে যেন কিছু আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কথার ফুলঝুরি ফোটে ড্যাসিং ওপেনারের মুখে, ‘কারা কথা বলছে...? তাহলে তো বলতে হয় গত ১০ বছর থেকেই মাশরাফি আনফিট। কিন্তু তারপরও তো খেলছেন। তার হাত ধরেই আমাদের ক্রিকেট আজকের অবস্থানে এসেছে। তাই এমন কথা খুবই অপ্রত্যাশিত। খুবই আনফেয়ার। আর যে বিদেশি ক্রিকেটাররা তার সমালোচনা করছেন, তারা নিজের জীবনে কী করেছেন? সব ক্রিকেটারের জীবনেই উত্থান-পতন থাকে। কখনো ভালো সময় যায়, আবার খারাপ সময়ও যায়। চ্যাম্পিয়ন দলেও তো সব ক্রিকেটার ভালো খেলেন না।’

সর্বশেষ খবর