রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

বুমরাহ আমিরের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

একজন ডান হাতি ফাস্ট বোলার। আরেকজন বাঁ হাতি ফাস্ট বোলার। জশপ্রীত বুমরাহ ভারতের মূল স্ট্রাইক বোলার। আমির পাকিস্তানের। দুজনেরই গতি, সুইং ও বাউন্সে নাকাল করছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। দুই পেসারের স্ট্রাইকের ওপরই নির্ভর করছে দল দুটির সাফল্য ও ব্যর্থতা। দুজনেই আজ প্রতিপক্ষ হয়ে পরস্পরের বিপক্ষে খেলবেন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। যদিও ভারত ও পাকিস্তান দলে তারকা ক্রিকেটারদের অভাব নেই। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই মুুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। রয়েছে রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মতো ম্যাচ উইনার। পিছিয়ে নেই পাকিস্তানও। বাবর আজম, ফখর জমান, ইমাম-উল হকদের মতো উঠতি তারকা। চির বৈরীর দুই দেশের লড়াইটা আজ জমজমাট হওয়ার অপেক্ষায় গোটা দেশ। দুই দেশের আড়ালে লড়াই যেমন হবে ব্যাটসম্যানদের তেমনই লড়াইটা হবে দুই পেসার বুমরাহ ও আমিরের। ডান হাতি বুমরাহ’র মূল অস্ত্র নিখুঁত ইয়র্কার। বিশেষ করে পুরনো বলে তার ইয়র্কারে প্রতি ম্যাচেই ল-ভ- হচ্ছে ব্যাটসম্যানের উইকেট। আমিরের মূল অস্ত্র সুইং। নিয়ন্ত্রিত লাইন-লেন্থ বজায় রেখে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভিত নাড়িয়ে দিচ্ছেন প্রতি ম্যাচেই।

পাকিস্তান যে ৩ ম্যাচে খেলেছে, তাতে আমিরের উইকেট ১০। সেরা পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট। বুমরাহ খেলেছেন এখন পর্যন্ত ২ ম্যাচ। উইকেট সংখ্যা ৫ এবং সেরা বোলিং ৬১ রানে ৩ উইকেট।        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর