সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

বোলারদের জন্য চ্যালেঞ্জ : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, টনটন থেকে

বোলারদের জন্য চ্যালেঞ্জ : মাশরাফি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিং করতে সব সময় বাড়তি চাপের মধ্যে থাকতে হয় প্রতিপক্ষ দলের বোলারদের। সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের মতো হলে তো কথাই নেই! তাই আজ মাঠে নামার আগে বোলিং আক্রমণকে ঢেলে সাজাচ্ছেন মাশরাফি। পেসার রুবেলের খেলাটা অনেকটাই নিশ্চিত। কিন্তু কার পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হবে রুবেলকে? গুঞ্জন ছিল একজন ব্যাটসম্যান কমানো হতে পারে। সেক্ষেত্রে মোহাম্মদ মিথুনকে বাদ দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু প্রেস কনফারেন্সে সে কথা উড়িয়ে দিলেন ম্যাচ, ‘যদি হঠাৎ ধস নামে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই ব্যাটসম্যান কম নিয়ে খেলা কঠিন হয়ে যাবে।’ একাদশ নিয়েও পরিষ্কার কোনো ধারণা দেননি মাশরাফি, ‘এটা টিম ম্যানেজমেন্টের সবার সিদ্ধান্ত। যদিও অধিনায়ক হিসেবে আমি টিম ম্যানেজমেন্টের অংশ। কিন্তু সবার সঙ্গে আলোচনা না করে কিছু বলা সম্ভব নয়।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোলিং সম্পর্কে ক্যাপ্টেন বলেন, ‘বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। ক্যারিবীয়রা এমনিতেই শট খেলতে খুব পছন্দ করে। তবে আমরা ইতিবাচকভাবেই শুরু করব। তাছাড়া শেষ কয়েকটি সিরিজে আমাদের বোলাররা খুবই ভালো করেছে। মাঠ যেমনই হোক আমার ভালো বোলিং করতে চাই।’ তবে গেইল-রাসেলদের আটকে অফ-স্পিনকেই বেছে নিচ্ছেন তিনি। মাশরাফি বলেন, ‘মিরাজ দারুণ বোলিং করছেন। ক্যারিবীয়দের আটকে অফ স্পিনই দরকার।’

সর্বশেষ খবর