সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

‘হিট ম্যান’ রোহিতের নান্দনিক সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

‘হিট ম্যান’ রোহিতের নান্দনিক সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আগে কল্পনাও করা যেত না। কিন্তু ভারতীয় ক্রিকেটের ‘হিট ম্যান’ রোহিত শর্মা কল্পনাকে বাস্তবতার তুলিতে এঁকেছেন। তাও আবার একবার নয়, তিনবার। চলতি বিশ্বকাপকে রংধনুর সাত রঙে সাজাচ্ছেন ভারতীয় ওপেনার। গতকাল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় এবং আসরের ১০ নম্বর সেঞ্চুরি। চলতি আসরে দুটি সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের জো রুটও। গতকাল ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের সাবলীল খেলে ১৪০ রানের নান্দনিক ইনিংস খেলেন ভারতীয় ওপেনার। এর আগে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার না মানা ১২২ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ রান করেছিলেন। প্রতিবেশী দেশের বিপক্ষে ইনিংসটি খেলেন ১১৩ বলে ১৪ চার ও ৩ ছক্কায়। ইনিংসটি ২০৯ ম্যাচে ২৪ নম্বর সেঞ্চুরি। চার বছর আগে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন রোহিত। ক্যারিয়ারে তিনি তিনটি ডাবল সেঞ্চুরি করেন। ২০১৪ সালে কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪, ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ২০৯ ও ২০১৭ সালে মোহালিতে শ্রীলঙ্কার হার না মানা ২০৮ রানের ইনিংসটি খেলেন ১৫৮ বলে।

সর্বশেষ খবর