বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা
গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

আবাহনীর প্রতিপক্ষ নেপালের মানাং

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর প্রতিপক্ষ নেপালের মানাং

ক্রিকেট উৎসবে ভাসছে বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালের আশা এখনো টিকিয়ে রেখেছে টাইগাররা। জনপ্রিয় খেলা ফুটবলও অন্ধকার থেকে ধাপে ধাপে বের হয়ে আসছে। কাতার বিশ্বকাপে প্রাক-বাছাইপর্ব পেরিয়ে বাছাইপর্বে উঠেছে বাংলাদেশ। যা ফুটবলের দুর্দিনে বড় প্রাপ্তিই বলা যায়। এমনি অবস্থায় ঢাকা আবাহনী ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে মানাং মার্সিয়াংদির বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। নেপালের অ্যাওয়ে ম্যাচে আবাহনী ১- ০ গোলে হারিয়েছিল মানাংকে। ‘ই’ গ্রুপে আবাহনী ও ভারতের চেন্নাই এএফসি ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে ১ গোল বেশি দিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই। আজ চেন্নাই স্বদেশি ক্লাব পাঞ্জাব মিনোর্ভার বিপক্ষে লড়বে। আবাহনী জিতলে আর চেন্নাই পয়েন্ট হারালে বাংলাদেশ চ্যাম্পিয়নদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জেগে উঠবে। ২৬ জুন ভুবেনশ্বরে আবাহনী শেষ ম্যাচ খেলবে পাঞ্জাবের বিপক্ষে।

ঘরোয়া ফুটবলে আবাহনী সেরা দল হলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে জ্বলে উঠতে পারছে না। বার বার এএফসি কাপ খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে। এবার লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আজ জিতলেই অনেক দূর এগিয়ে যাবে আবাহনী।

সর্বশেষ খবর