শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা
আজ মুখোমুখি

ভারত-আফগানিস্তান

ভারত-আফগানিস্তান

বিশ্বসেরা লেগ স্পিনার। অথচ বিশ্বকাপে খুঁজেই পাওয়া যাচ্ছে না রশিদ খানকে। প্রতিটি ম্যাচেই নখদন্তহীন বোলিং করে আলোচনায় থাকছেন রশিদ। সর্বশেষ ইংল্যান্ড ম্যাচে ৯ ওভারে ১১০ রান দিয়ে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড করেছেন আফগান লেগ স্পিনার। রশিদের মতোই যাচ্ছেতাই অবস্থা আফগানিস্তানের। ৫ ম্যাচের সবকটিতেই এশিয়ান প্রতিনিধিরা হেরেছে বালকসুলভ ক্রিকেট খেলে। আজ ৬ নম্বর ম্যাচ খেলতে নামছে দলটি। প্রতিপক্ষ বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী বিরাট কোহলির ভারত। অসাধারণ খেলছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ দলগুলোকে পাত্তাই দিচ্ছে না ম্যাচগুলোতে। ইতিহাস, পরিসংখ্যান ও পারফরম্যান্সের বিচারে সাউদাম্পটনে আজকের লড়াইয়ে কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহর ভারত যোজন যোজন এগিয়ে আফগানিস্তান থেকে। দুরন্ত ক্রিকেট খেলছেন কোহলি, রোহিতরা। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে নাভিশ্বাস তুলে ছাড়ছেন বোলারদের। তিন ম্যাচে ব্যাট করে রোহিত সেঞ্চুরি করেছেন দুটি এবং হাফ সেঞ্চুরি একটি। দুটি হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক কোহলি।

যদি রশিদ, নবী, গুলবদিন নাইব, দওলাত খানদের বিপক্ষে আজ ১০৪ রানের একটি ইনিংস খেলতে পারেন ভারতীয় অধিনায়ক, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে দ্রুততম ২০ হাজার মাইলফলক গড়বেন। মোট ৪১৫ ইনংসে কোহলির রান ১৯ হাজার ৮৯৬ (১৩১ টেস্ট, ২২২ ওয়ানডে ও ৬২ টি-২০)। ২০ হাজারের ক্লাবে পৌঁছতে শচীন সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস এবং ক্যারিবীয় যুবরাজ ব্রায়ান লারার লেগেছিল ৪৬৮ ইনিংস। হাতের ইনজুরিতে দেশে ফিরে গেছেন শিখর ধাওয়ান। তার জায়গায় হঠাৎ সুযোগ পাওয়া ঋশাভ পান্থের অভিষেক নাও হতে পারে। তবে ভুবনেশ্বর কুমারের জায়গায় খেলতে পারেন মোহাম্মদ শামী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর