রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপের দশম হ্যাটট্রিক সামির

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের দশম হ্যাটট্রিক সামির

ভুবনেশ্বর কুমার ধন্যবাদ পেতেই পারেন! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আহত না হলে গতকাল আফগানিস্তান ম্যাচে তিনিই হয়তো খেলতেন। সাজঘরে বসে তখন ম্যাচ উপভোগ করতে হতো মোহাম্মদ সামিকে। কিন্তু ভাগ্য সহায় হওয়ায় আফগানিস্তান ম্যাচে খেললেন সামি এবং লিখলেন ইতিহাস। আফগানিস্তানের বিপক্ষে ১১ রানের ঘাম ঝরানো ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ডান-হাতি ভারতীয় পেসার; যা চলতি বিশ্বকাপে প্রথম এবং সব মিলিয়ে বিশ্বকাপ  দশম। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই বিরল রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপে সর্বাধিক ২টি হ্যাটট্রিক শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। ওয়ানডে ক্রিকেটে সামির হ্যাটট্রিকটি ৪৭তম।

জিততে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ১৬ রান। ভারতের দরকার ৩ উইকেট। সরল দোলকের মতো দুলছে ম্যাচ। ক্রিজে ৪৮ রানে ব্যাট করছেন মোহাম্মদ নবি। এমন সমীকরণের ম্যাচটি হেলে আছে দুই দিকেই। নবীর ব্যাটে যখন জয়ের স্বপ্ন দেখছিল আফগানরা, তখনই অবিশ্বাস্য কা-টি করেন সামি। ওভারের প্রথম বলে  বাউন্ডারি হাঁকান নবি। ৫০ নম্বর ওভারের দ্বিতীয় বলটি ডট নেন সামি। তৃতীয় বলে নবিকে সাজঘরে ফেরান। নবির বিদায়ের পর ম্যাচ হেলে পড়ে ভারতের দিকে। শেষ ৩ বলে আফগানিস্তানের জয়ের জন্য দরকার ১২ রান। হাতে ২ উইকেট। নিজের দশম ও ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে সামি সরাসরি বোল্ড করেন আফতাব আলমকে। টানা ২ বলে ২ উইকেট নিয়ে আশা জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের। শেষ ২ বলের সমীকরণ ১২ রান। পঞ্চম বলে ফের ইয়র্কারে বোল্ড করেন মুজিব উর রহমানকে। টানা ৩ বলে ৩ আউটে হ্যাটট্রিক করেন মোহাম্মদ সামি।

সর্বশেষ খবর