রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

সাইফউদ্দিন-মোসাদ্দেকের ইনজুরি গুরুতর নয়

ক্রীড়া প্রতিবেদক, সাউদাম্পটন থেকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাদের পরিবর্তে যে দুজন খেলেছেন সেই রুবেল হোসেন ও সাব্বির রহমান সুবিধা করতে পারেননি। হঠাৎ করে খেলতে নেমে রুবেল ৯ ওভারে দিয়েছেন ৮৩ রান এবং সাব্বির প্রথম বলে আউট হয়েছেন, আবার ১৬৬ রান করা অসি ওপেনার ওয়ার্নারের ক্যাচ মিস করেছেন শুরুতেই। হঠাৎ করে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মানিয়ে নিতে পারেননি রুবেল ও সাব্বির। তবে গুঞ্জন আছে, সাইফউদ্দিন ও মোসাদ্দেকের যতটা না ইনজুরি সমস্যা তার চেয়েও বড় ছিল তাদের মনের ভয়। কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে দেখে নাকি তারা ভয়েই খেলতে চাননি! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গতকাল জানিয়েছেন সাইফউদ্দিন ও মোসাদ্দেকের ইনজুরি গুরুতর নয়। পরের ম্যাচে দুজনই খেলতে পারেন।

 দুই ক্রিকেটারের ইনজুরি সম্পর্কে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘মোসাদ্দেকের ইনজুরিটা সেরে উঠছে। সাইফউদ্দিনের পিঠের মাসলে চোট ছিল। ৪৮ ঘণ্টার মধ্যেই এই ধরনের ইনজুরির রিকভারি হয়ে যাওয়ার কথা। আজকে (গতকাল) তো তারা বিশ্রামেই আছে। আশা করছি পরের ম্যাচের জন্য তারা দুজনেই ফিট হয়ে উঠবে।’

মিনহাজুল বলেন, ‘সাইফউদ্দিনের ইনজুরি কিন্তু মেজর ইনজুরি নয়। ওর  তো ব্যাক পেইন ছিলই। এমন ইনজুরিতে মাঝে মধ্যে সিকনেস চলে আসে। আমার মনে হয় এই ব্যাপারটা আমার চেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে ফিজিও। তবে এখন সে যে অবস্থায় আছে,  দেখে মনে হচ্ছে পরের ম্যাচের আগে রিকভারি করে উঠবে।’

সর্বশেষ খবর