সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

আতঙ্কের নাম স্পিন

ক্রীড়া প্রতিবেদক

চার বছর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সাকিব ও মুশফিকের ব্যাটিং দৃঢ়তায় জিতেছিল বড় ব্যবধানে। চার বছর পর সাউদাম্পটনের রোজ বোলে সেই আফগানিস্তানের বিপক্ষে আজ ফের ক্রিকেট যুদ্ধে নামছে মাশরাফির বাংলাদেশ। হার-জিতের ব্যবধান যেমনই হোক না কেন, বরাবরের মতো এবারও টাইগারদের প্রবল প্রতিপক্ষ আফগানরা। দুই দলের জোর লড়াইয়ের আড়ালে মাশরাফি, সাকিব, মুশফিকদের লড়তে হবে নবী, রশিদ, মুজিবদের স্পিনের বিপক্ষে। 

টানা ছয় হারে বিশ্বকাপ শেষ আফগানদের। দলটির বাকি তিন ম্যাচ শুধু আনুষ্ঠানিকতার। তবে মানসম্মান পুনরুদ্ধারেরও। ৬ ম্যাচে দুই জয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। স্বপ্ন পূরণের পথে টাইগারদের প্রথম বাধা আফগানিস্তান। ৯ কিংবা ১১ জুলাইয়ের সেমিফাইনাল খেলতে আফগানদের হারানোর বিকল্প নেই মাশরাফিদের। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। ছন্নছাড়া নবী, রশিদ, গুলবদিনদের বিপক্ষে আজ পরিষ্কার ফেবারিট               মাশরাফিরা। কাগজে-কলমে এগিয়ে থাকলেও সাকিব, মুশফিক, তামিম, সৌম্য, মাহমুদুল্লাহদের জোর লড়াই করতে হবে রশিদ, নবী, মুজিব, রহমতদের স্পিনের বিপক্ষে।

৫ ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৪২৫ রান করে সাকিব রয়েছেন দুরন্ত ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুক চিতিয়ে সেঞ্চুরি করেছেন মুশফিক। দুরন্ত খেলছেন মাহমুদুল্লাহ, লিটন, তামিমরা। তারপরও সাউদাম্পটনের ধীরলয়ের উইকেটে আফগান স্পিনারদের বিপক্ষে জোর লড়াই করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে শ’র ওপর রান দিয়ে দারুণ সমালোচিত হন রশিদ। অথচ ভারতের বিপক্ষে লেগ স্পিন ও গুগলির জাদুতে দুরন্ত বোলিংয়ে সতর্ক করেছেন টাইগার ব্যাটসম্যানদের। দারুণ অফ স্পিন করেন মুজিব। নবী নিয়ন্ত্রিত বোলিং করছেন প্রতিটি ম্যাচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর