সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

মিরাজের মাথায় বলের আঘাত!

‘মিরাজের অবস্থা গুরুতর নয়। আস্তে করে বলের আঘাত লেগেছে তার মাথার এক পাশে। কোনো রক্তও বের হয়নি। সে সুস্থ আছে।’

ক্রীড়া প্রতিবেদক, সাউদাম্পটন থেকে

মিরাজের মাথায় বলের আঘাত!

সাউদাম্পটনের রোজ বোলে কাল ফিল্ডিং অনুশীলন করার প্যাড বলে ব্যাটিং অনুশীলনের জন্য প্রস্তুত মেহেদী হাসান মিরাজ। এমন সময় আইসিসির সাংবাদিক সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে ডাকলেন। মাঠের পূর্ব পাশের গ্যালারিতে দাঁড়িয়েই কথা বলছিলেন। ঠিক এ সময় মধ্যমাঠে টাঙানো নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন সাব্বির রহমান। আগের ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন বলে যেন রাগেই ব্যাপক জোরে জোরে বলে হিট করছিলেন। বল একেবারে গ্যালারিতে গিয়ে পড়ছিল। হঠাৎ একবার বল গিয়ে গ্যালারিতে পড়ে, চেয়ারের সঙ্গে লেগে আঘাত করে মিরাজের মাথার এক পাশে। সঙ্গে সঙ্গে মাঠ থেকে দৌড়ে যান স্পিন বোলিং কোচ সুনীল যোশী। একটু পর ফিজিও হাজির। আর ব্যাটিং প্র্যাকটিস করা হয়নি মিরাজের। ফিজিও তাকে ধরে ড্রেসিং রুমের দিকে নিয়ে যান। পরে সংবাদ সম্মেলনে কোচ স্টিভ রোডস জানান, ‘মিরাজের অবস্থা গুরুতর নয়। আস্তে করে বলের আঘাত লেগেছে তার মাথার এক পাশে। কোনো রক্তও বের হয়নি। সে সুস্থ আছে। ফিজিওর তত্ত্বাবধানে আছে।’ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিট) বিসিবি আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর