মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

স্পিন সামলাতে মিডল অর্ডারে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

স্পিন সামলাতে মিডল অর্ডারে সৌম্য

রশিদ খান, মুজিব উর রহমানের স্পিন সামলাতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই পরিকল্পনায় ওপেনার সৌম্য সরকার ব্যাটিং করেন মিডল অর্ডারে। লিটন দাস নতুন বলের সঙ্গী হন তামিম ইকবালের। ব্যাটিং অর্ডারের এই পরিবর্তনে নিজেদের মেলে ধরতে পারেননি সৌম্য কিংবা লিটন। কিন্তু আফগান স্পিন সামলানোর পরিকল্পনায় বাংলাদেশ যে সফল, সেটা বলাই যায়! সাউদাম্পটনের রোজ বোলের ধীরলয়ের উইকেটে রশিদ-মুজিব-নবি ট্রয়োর ঘূর্ণিকে সামাল দিয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে টাইগাররা। আফগান স্পিনারদের মেরেকেটে হাফসেঞ্চুরি করেন সাকিব ও মুশফিক। যদিও ব্যর্থ হয়েছেন লিটন ও সৌম্য। গত বছর দুবাই এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এমন পরিকল্পনায় খেলে সাফল্য পেয়েছিল টাইগাররা। তামিমের ইনজুরিতে হঠাৎ সুযোগ পাওয়া ইমরুল কায়েস ব্যাটিং করেছিলেন ৬ নম্বরে। ফাইনাল খেলতে জিততেই হবে বাংলাদেশকে-এমন পরিকল্পনায় ইমরুল ব্যাটিং করেন ৬ নম্বরে। সফলও হন। বাঁ হাতি ওপেনার ইমরুলকে মিডল অর্ডারে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনাকে শতভাগ সফল করেছিলেন ইমরুল ৭২ রানের হার না মানা ইনিংস খেলে। তার ইনিংসে বাংলাদেশ জিতেছিল ৩ রানে। ইমরুলকে নামানো হয়েছিল মূলত রশিদ খানের লেগ স্পিন ও গুগলিকে সামলাতে। সৌম্য প্রথম ৪ ম্যাচে ওপেন করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে ৪২, নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ২৫, ইংল্যান্ডের বিপক্ষে ২ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ রান করেন বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য। গতকাল ব্যাট করেন ৫ নম্বরে। মুজিবের ক্যারম বলে লেগ বিফোর হওয়ার আগে ৩ রানের ইনিংস খেলেন ১০ বলে। লিটন আগের ম্যাচ দুটিতে ব্যাটিং করেন ৫ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ রানের অপরাজিত ইনিংস ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রান করেন লিটন। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে ২৬২ রানের ইনিংসটি আবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ রান ৮ উইকেটে ২৭৯।

সর্বশেষ খবর