মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা
আজ মুখোমুখি

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ

হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। যে দলটি তিনশ, সাড়ে তিনশ রান করছে অনায়াসে, সেই দল এখন সংশয়ে ভুগছে বিশ্বকাপের সেমিফাইনাল না খেলার। অথচ ক্রিকেট মহাযজ্ঞ শুরুর পর দলটিকে ফেবারিটের কাতারে রেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু শ্রীলঙ্কার কাছে হারের পর দলটির সেমিফাইনাল জটিল সমীকরণের উপর ঝুলছে। লর্ডসে আজ চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে নামছে ক্রিকেট জনকরা। পাঁচ জয়ে সবার ওপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা থাকলেও সেমি নিশ্চিত হয়নি অস্ট্রেলিয়ার। আজ জিতলে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া সবার আগে নিশ্চিত করবে সেমিফাইনাল। ১৯৭১ সালে দুই দলের ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেট শুরু। টেস্ট ক্রিকেটও শুরু দুই দেশ দিয়ে। ক্রিকেটের সবচেয়ে আভিজাত্য দুটি দল আজ সবচেয়ে অভিজাত ভেন্যুতে মুখোমুখি হচ্ছে। দুই ক্রিকেট পরাশক্তির ম্যাচটির সমীকরণের হিসাবে এক দলের সেমিফাইনাল নিশ্চিতকরণের। আরেক দলের সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার। বিশ্বকাপের ইতিহাস বলছে আজকের ম্যাচে পরিষ্কার ফেবারিট ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।

চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অসিরা সর্বশেষ হেরেছিল ১৯৯২ বিশ্বকাপে। সেবার এন্ডির বিকালের বিধ্বংসী বোলিংয়ের পরও ইংলিশরা জিতেছিল ৮ উইকেটে। বিশ্বকাপে প্রথম মুখোমুখিতে বাঁ হাতি পেসার গ্যারি গিলমোরের সুইংয়ে অস্ট্রেলিয়া জিতেছিল ৪ উইকেটে। চার বছর পরের আসরে ইংল্যান্ড প্রতিশোধ নেয় ৬ উইকেটে। ১৯৮৭ সালে কলকাতায় ফাইনালে মুখোমুখিতে অস্ট্রেলিয়া প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ৭ রানে জিতে। ১৯৯২ সালে আগের আসরের প্রতিশোধ নেয় ইংল্যান্ড। ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপটা নিজের করে নেয় অস্ট্রেলিয়া। এবার অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই অভিজাত দল।

সর্বশেষ খবর