মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

আলো ছড়ালেন মুশফিকও

ক্রীড়া প্রতিবেদক

আলো ছড়ালেন মুশফিকও

সাকিবের আলোয় ফের ঢাকা পড়লেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারে বহু জয় উপহার দিয়ে আলো ছড়িয়েছেন। কিন্তু পাদপ্রদীপের আলোয় থাকতে পারেননি। গতকাল সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে দুরন্ত জয়ের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু দিন শেষে সাকিবের বিশ্ব রেকর্ড গড়া পারফরম্যান্সে আড়ালে চলে এসেছেন। তারপরও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিক।      

অস্ট্রেলিয়া ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বকাপকে আলোকিত করেন মুশফিকুর রহিম। গতকাল দায়িত্বশীল ব্যাটিং করে ফের রানের ফল্গুধারা ছুটিয়েছেন। সাউদাম্পটনের রোজ বোলে ৪ নম্বরে ব্যাট করে ৮৩ রানের প্রত্যয়ী ব্যাটিং করেন। ৮৭ বলে ৪ চারের ইনিংসটি খেলে বিশ্বকাপের রান সংগ্রহের তালিকায় ৬ নম্বরে উঠে আসেন মুশফিক। সব মিলিয়ে ৬ ম্যাচে ৩২৭ রান করেন ৬৫.৪০ গড়ে। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮, নিউজিল্যান্ড ম্যাচে ১৯, ইংল্যান্ডের বিপক্ষে ৪৪, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেন মুশফিক। ২১০ ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের রান ৫,৮০২ এবং সেঞ্চুরি ৭ ও হাফসেঞ্চুরি ৩৪টি। বাংলাদেশের বাকি দুই ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে সাকিবের পারফরম্যান্স যেমন জরুরি, তেমনই জরুরি মুশফিকের জ্বলে ওঠা। কারণ আর কিছু নয়, টাইগারদের ব্যাটিংয়ের মিডল অর্ডারের মূল ভরসা মুশফিকুর রহিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর