বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

৫০০ রানে ওয়ার্নার প্রথম

ক্রীড়া প্রতিবেদক

৫০০ রানে ওয়ার্নার প্রথম

অলিখিত লড়াইটা বেশ জমে উঠেছে। বিশ্বকাপের সর্বোচ্চ রানের লড়াইয়ে মেতে উঠেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ, বাংলাদেশের সাকিব আল হাসান এবং ইংল্যান্ডের জো রুট। আজ সাকিব শীর্ষে তো, কাল ওয়ার্নার কিংবা ফিঞ্চ। শীর্ষে উঠার মিউজিক্যাল চেয়ারে বসেছেন এই তিন ক্রিকেটার। এই লড়াইয়ের আড়ালে গতকাল প্রথম ব্যাটসম্যান হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলক গড়েছেন অসি ওপেনার ওয়ার্নার। চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে গতকাল ৫৩ রানের ইনিংস খেলে এই রেকর্ডটি গড়েন। ওয়ার্নারের সঙ্গে রান তোলার লড়াইয়ে রয়েছেন অধিনায়ক ফিঞ্চও। গতকাল চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলেন। এখন তার রান ৪৯৪। মাত্র ৬ রানের জন্য দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলক গড়তে পারেননি। বিশ্বকাপের ম্যাচগুলো রান উৎসবে ভাসছে। সেঞ্চুরির নেশায় পেয়ে বসেছে ব্যাটসম্যানদের। ১১ ব্যাটসম্যান ১৮টি সেঞ্চুরি করেছেন। এরমধ্যে ২টি করে সেঞ্চুরি করেছেন ওয়ার্নার, ফিঞ্চ, সাকিব, রুট, রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন। একটি করে সেঞ্চুরি মুশফিক, কার্লোস, ব্রেথওয়েইট, শেখর ধাওয়ান, জেসন রয় ও এউইন মরগান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের ম্যাচটি জীবন বাজির। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওয়ার্নার ও ফিঞ্চ। বল ডক্টরিংয়ে জড়িত থাকায় এক বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন ওয়ার্নার।

সেটা কাটিয়ে বিশ্বকাপ খেলতে এসেই আলো ছড়াচ্ছেন। লর্ডসে গতকাল ইংলিশ বোলারদের সাবলীল খেলে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৩ রানে। ৬১ বলের ইনিংসটিতে কোনো ওভার বাউন্ডারি না থাকলেও ছিল ৬টি বাউন্ডারি। পিছিয়ে ছিলেন না অধিনায়ক ফিঞ্চও। দুই ওপেনার ২২.৪ ওভারে ১২৩ রানের ভিত দেন। ফিঞ্চ খেলেন কাটায় কাটায় ১০০ রানের ইনিংস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব তার ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন। ৬ ম্যাচে ব্যাটিং করে তার রান এখন ৪৭৬। সেঞ্চুরি দুটি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪। হাফসেঞ্চুরি তিনটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ ও আফগানিস্তানের বিপক্ষে ৫১। শুধুমাত্র ৪০ রানের ইনিংস খেলেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ম্যাচে। পিছিয়ে নেই ইংলিশ ব্যাটসম্যান রুটও। অস্ট্রেলিয়া ম্যাচের আগে পর্যন্ত তার রান ৪২৪।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর