বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

পর্যবেক্ষণে মাহমুদুল্লাহ

পর্যবেক্ষণে মাহমুদুল্লাহ

আফগানিস্তানের বিপক্ষে খুব কষ্ট করে ব্যাটিং করছিলেন মাহমুদুল্লাহ। শঙ্কাটা তখনই জেগেছিল টাইগারভক্তদের মনে। এবার তাই সত্যি হলো। ইনজুরিতে আক্রান্ত হয়ে ফিজিওর তত্ত্বাবধানে সময় কাটাচ্ছেন তিনি। অন্যরা ছুটি কাটালেও তার সময় কাটছে ফিজিওর অনুশাসনে -সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে ভালোই খেলছিলেন। কিন্তু কাফ মাসলে চোট পাওয়ায় তিনি স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না। রান নিতে বেগ পেতে হচ্ছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল মাহমুদুল্লাহ মাঠ থেকে উঠে যাবেন। না খেলে গেছেন। খুঁড়িয়ে খুঁড়িয়েও ব্যক্তিগত ২৭ রান করে সাজঘরে ফেরত যান তিনি। ফিল্ডিংয়ের সময় মাঠে না থাকায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা শঙ্কায় পড়ে যায়, তার চোট গুরুতর কিনা। বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন কাফ মাসলে চোট পেয়েছে মাহমুদুল্লাহ। চোটটি তেমন গুরুতর নয়। ‘গ্রেড ওয়ান’ ধরনের। আগামী কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে তাকে। পরের ম্যাচে এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান খেলবেন কিনা তা নির্ভর করছে চোট সেরে ওঠার ওপর।

সর্বশেষ খবর