বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা
আজ মুখোমুখি

নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান

বিশ্বকাপের চলতি আসরের সবচেয়ে গোছানো দল নিউজিল্যান্ড। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ব্ল্যাক ক্যাপসদের পারফরম্যান্স দুর্দান্ত। অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে দুরন্ত ক্রিকেট খেলে গতকাল পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষের দল গত আসরের রানার্সআপরা। গোছানো নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখা পাকিস্তান আজ নামছে এজব্যাস্টনে। সেরা চারে খেলতে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের বিকল্প নেই। জয়ের টার্গেটেই লকি ফার্গুসন, উইলিয়ামসনদের বিপক্ষে ‘মাস্ট উইন’ ম্যাচ খেলতে নামছে বাবর আজম, মোহাম্মদ আমিরের পাকিস্তান।          

বিশ্বকাপে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের শুরুটা ছিল যাচ্ছেতাই। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে শুরু। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেয়। এরপর আবার সুর, তাল, লয় হারিয়ে ফেলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ জয়ে ফের স্বপ্নের পথে উঠে আসে। প্রোটিয়াসদের বিপক্ষে পাকিস্তান জয়ের নায়ক হারিস সোহেল ও মোহাম্মদ আমির। প্রথমবারের মতো খেলতে নেমে হারিস ম্যাচজয়ী ৮৯ রানের ইনিংস খেলেন। আমির বিধ্বংসী বোলিংয়ে ফাপ ডু প্লেসিসদের গুঁড়িয়ে দেন। পাকিস্তানকে আজ জিতলেই হবে না সেমিফাইনাল খেলতে হারাতে হবে আফগানিস্তান ও বাংলাদেশকে। সেমির লড়াইয়ে রয়েছে বাংলাদেশও। ম্যাচটির জয়-পরাজয়ের ছিটকে যাবে দুই দলের যে কোনো একটি।

 

১১ পয়েন্ট নিয়ে খেলতে নামবে নিউজিল্যান্ড। দলটি এখন পর্যন্ত অপরাজিত। আজ পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে সেরা চার। অপরাজিত থাকতে ব্ল্যাক ক্যাপসরা হারিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে।

সর্বশেষ খবর