বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

আবাহনীর গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

সংবাদ সম্মেলনে আবাহনী ও মিনার্ভা পাঞ্জাবের কোচ ও অধিনায়কেরা

ঢাকা আবাহনীর বদলে যাওয়ার দিন। না ব্যর্থতার পুনরাবৃত্তি! আজ এএফসি কাপ ‘ই’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়নরা শেষ ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ভারতের মিনোর্ভা পাঞ্জাব। একই দিনে নেপালে ভারতের চেন্নাই এএফসি মুখোমুখি হবে মানাং মার্সিয়াংদির বিপক্ষে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে চেন্নাই ৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ আবাহনী যদি ড্র আর চেন্নাইও ড্র করে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবে। জিতলে তো আর নেপালে ফলাফলের দিকে তাকাতে হবে না। আবার আবাহনী হারলেও চেন্নাই জিতলে বাংলাদেশ চ্যাম্পিয়নদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা শেষ। আবাহনী ড্র করলে নেপালে চেন্নাই জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। তখন হোম ও অ্যাওয়ে ম্যাচে গোল দেওয়ার সুবাদে চেন্নাই পরবর্তী রাউন্ডে চলে যাবে।

সর্বশেষ খবর