বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

চিন্তিত কোহলিরাও

ক্রীড়া ডেস্ক

চিন্তিত কোহলিরাও

পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। তবু সেমিফাইনাল নিশ্চিত নয়। বাকি আছে এখনো চার ম্যাচ। আজ ওয়েস্ট ইন্ডিজ, ৩০ জুন ইংল্যান্ড, ২ জুলাই বাংলাদেশ ও ৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শক্তির বিচারে ইংল্যান্ড ছাড়া সব দলের বিপক্ষে জয়ের সম্ভাবনা রয়েছে। তবে বিরাট কোহলি কাউকে খাটো করে দেখছেন না। বরং উল্টো বলেছেন, প্রতিটি দলই জেতার সামর্থ্য রাখে। ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল কখন কী করে বসে বলা মুশকিল। সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডও মরণ কামড় দেবে। বাংলাদেশ দুর্দান্ত খেলছে। ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাও লড়াইয়ে ফিরেছে। সুতরাং আমাদের সেমিতে যেতে হলে প্রতিটি ম্যাচেই জ্বলে উঠতে হবে।

কোহলি বলেন, ‘আমাদের চাপমুক্ত হয়েই খেলতে হবে। আফগানিস্তানের সঙ্গে লড়াই করে জিততে হয়েছে। সামনে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা সেরাটা দিতে পারলে শীর্ষে থেকেই সেমিতে খেলা সম্ভব। সতীর্থদের মনে করিয়ে দিচ্ছি, বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। যে কোনো অঘটনই ঘটতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর