বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

কোপা আমেরিকায় শেষ আটের লড়াই

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকায় শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। এশিয়া থেকে আমন্ত্রিত দুই দল কাতার ও জাপান বিদায় নিয়েছে গ্রুপ পর্ব খেলেই। শেষ আটের লড়াইয়ে টিকে আছে ফেবারিট দলগুলো। আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে হোঁচট খেলেও শেষ ম্যাচ জিতে সব শঙ্কা দূর করেছে। স্বাগতিক ব্রাজিল শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে প্যারাগুয়ের। আগামীকাল সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এ ছাড়াও শুক্রবার রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। অপর দুই কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হবে কলম্বিয়া-চিলি ও উরুগুয়ে-পেরু। কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। ১৪ বার চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা আছে দুইয়ে। এ ছাড়াও ব্রাজিল ৮ বার, প্যারাগুয়ে ২ বার, চিলি ২ বার, পেরু ২ বার, কলম্বিয়া ১ বার ও বলিভিয়া ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। চিলি গত দুবার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

কোয়ার্টার ফাইনাল সূচি

ব্রাজিল-প্যারাগুয়ে

২৮ জুন, সকাল ৬টা ৩০ মি.

আর্জেন্টিনা-ভেনেজুয়েলা

২৮ জুন, রাত ১টা

কলম্বিয়া-চিলি

২৯ জুন, সকাল ৫টা

উরুগুয়ে-পেরু

২৯ জুন, রাত ১টা

সর্বশেষ খবর