শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

‘দ্য ওয়াল’ মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

‘দ্য ওয়াল’ মুশফিক

রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা টেকনিক্যালি ক্রিকেটার। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন শচীন টেন্ডুলকারের ছায়া হয়ে। মুশফিকুর রহিমও যেন দ্রাবিড়! টেকনিক্যালি বাংলাদেশের সেরা ক্রিকেটার। সবচেয়ে ধারাবাহিকও। অথচ ক্যারিয়ারের পুরোটা সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের ছায়া হয়ে। তারপরও ধারাবাহিকতা ও টেকনিকের জন্য মুশফিককে সতীর্থরা আদর করে ডাকেন ‘দ্য ওয়াল’ বলে।

বিশ্বকাপ ক্রিকেটে চলছে সাকিব শো। ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সব আলো কেড়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন তিনি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সবার উপরে। ঘোড়ার গতিতে ছুটছেন মুশফিকও। সাকিবের মতো হয়তো দুরন্ত নয় সে গতি, কিন্তু ছুটছেন ধারাবাহিকভাবে। মুশফিক এবারের বিশ্বকাপে সাকিবের আড়াল হয়েই খেলছেন। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ বলে ১০২ রানের হার না মানা যে ইনিংস খেলেছেন, নিঃসন্দেহে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের গতি, বাউন্স ও সুইংয়ের বিপক্ষে যে ধারায় ব্যাট করেছেন মুশফিক, এক কথায় সেটা অসাধারণ। তার ওই সেঞ্চুরিতেই নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩৩৩ রান করে বাংলাদেশ। মুশফিক এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬ ইনিংসে রান করেছেন ৬৫.৪০ গড়ে ৩২৭। সেঞ্চুরি একটি এবং হাফ সেঞ্চুরি দুটি। একটি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ৮০ বলে ৭৮ রান এবং আরেকটি আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ের ম্যাচে ৮৭ বলে ৮৩ রানের। দল যখনই চাপে, তখনই হিমালয়সম দৃঢ়তার ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যান পর্বতের শিখরে। এক্ষেত্রে মুশফিকের তুলনা অস্ট্রেলিয়ার বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক স্টিভ ওয়াহর সঙ্গে। ধারাবাহিকতায় মুশফিক শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। টাইগার অধিনায়ক মাশরাফি তাই মুগ্ধ সতীর্থ মুশফিকের ধারাবাহিকতায়, ‘মুশফিক গত কয়েক বছর ধরে দারুণ ধারাবাহিক। দলের প্রয়োজনে তার ব্যাট সবচেয়ে সচল।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর