শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশকে ছেড়ে দেবে ভারত!

ক্রীড়া ডেস্ক

২ জুলাই এজবাস্টনে বাংলাদেশ মুখোমুখি হবে ফেবারিট ভারতের। সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে এ ম্যাচে টাইগারদের জিততেই হবে। ভারত অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও ক্রিকেটপ্রেমীদের ধারণা, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে যে বিজয়ের হাসি হাসবে বলা মুশকিল। অথচ এ ম্যাচকে ঘিরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী আজব মন্তব্য করেছেন; যা ক্রিকেটের বড় কৌতুকই বলা যায়। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত ম্যাচ জিতবে বাংলাদেশই। কেননা ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে ছেড়ে দেবে। ১১ পয়েন্ট পেয়ে কোহলিদের সেমিফাইনাল নিশ্চিতই বলা যায়। তাই ভারত রান রেট ঠিক রেখেই হারবে।’ বাসিত বলেন, ‘পাকিস্তানকে আটকাতেই ভারত পাতানো ম্যাচে অংশ নেবে। ইংল্যান্ড যদি সামনের দুই ম্যাচে জিতে যায় তাহলে পাকিস্তান ও বাংলাদেশের সেমির স্বপ্ন শেষ হয়ে যাবে। যদি এক ম্যাচ ইংল্যান্ড হারে তাহলে পাকিস্তান বা বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতলেই সেমিতে যাবে। বাংলাদেশ আর পাকিস্তানের শেষ ম্যাচ। তাই বাংলাদেশের সেমির পথ খোলা রাখতে ভারত ২ জুলাই বাংলাদেশকে ছেড়ে দেব।’ বাসিত এমন মন্তব্য করলেও পাকিস্তানের সেমির আশা টিকিয়ে রাখতে হলে আজ আফগানিস্তানকে হারাতে হবে। না জিতলে সম্ভাবনা শেষ। প্রশ্ন উঠেছে- বাসিত হঠাৎ করে আজগুবি মন্তব্য করলেন কীভাবে? তাহলে কি পাকিস্তান আজ পাতানো ম্যাচ খেলবে? সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সর্বশেষ খবর