শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ব্রাজিল সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল সেমিফাইনালে

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। অথচ বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার ট্রফি জিতেছে সাকুল্যে ৮ বার। সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ১৫ বার উরুগুয়ে এবং ১৪ বার আর্জেন্টিনা। পেলে, জিকো, রোমারিওর ব্রাজিল সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ২০০৭ সালে। সেটা আবার আয়োজক দেশ হয়ে। এক যুগ পর ফের আয়োজক। এবার কি পারবে বন্ধ্যত্ব ঘুচাতে? নবম শিরোপার টার্গেটের পথে সেরা চারে জায়গা নিয়েছে সেলেকাওরা। শুক্রবার সকালে প্রবল প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকার ভীতিকে জয় করে সেমিফাইনালে জায়গা নিয়েছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে ২০১১ ও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়েছিল টাইব্রেকারে। পোর্ট আলেগ্রিতে প্রতিশোধের লড়াইয়ে তিতের ব্রাজিল টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে। ঘরের মাঠ হলেও ব্রাজিল শতভাগ আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি। তাই ১২০ মিনিটের খেলাটি গোলশূন্য ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর