রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা
আজ মুখোমুখি

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ডু অর ডাই

ক্রীড়া প্রতিবেদক

বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামিদের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভারতের প্রশংসায় বলেছেন, ‘যদি কোনো দল এবার বিশ্বকাপে ভারতকে হারাতে পারে, তাহলে তারাই বিশ্বচ্যাম্পিয়ন হবে।’ দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের ধারাবাহিক পারফরম্যান্সই বলছে কতটা ফেবারিট। কোহলির দলের বিপক্ষে আজ ‘মাস্ট উইন’ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক ইংল্যান্ড। সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতকে জিতলেই হবে। বিপরীতে সেরা চারের স্বপ্ন টিকিয়ে রাখতে জিততেই হবে এউয়ান মরগানের ইংল্যান্ডকে। সেমিফাইনাল নিশ্চিত করণের ম্যাচটি আবার দুই দলের ১০০ নম্বর ওয়ানডে।     

বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তারপরও সেমিফাইনাল নিশ্চিত হয়নি কোহলিদের। এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জিতলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত হবে সেরা চার। এমন সমীকরণে জয় চাই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের। একই সমীকরণে অবশ্যই জয় দরকার ইংল্যান্ডের। বিশ্বকাপের বল গড়ানোর পর থেকেই  ফেবারিট ধরা হচ্ছিল ইংলিশদের। কিন্তু তিন হারে এখন শঙ্কায় পড়ে গেছে দলটির সেরা চারের সম্ভাবনা। তাই শেষ চারে খেলতে মরগানের ইংল্যান্ডের জেতার বিকল্প নেই। ঘরের মাঠে পরিচিত কন্ডিশন ও সমর্থকদের সামনে যদি হেরে যায়, তাহলে দর্শক হয়েই উপভোগ করতে হবে বিশ্বকাপ।

ভারতের পয়েন্ট ৬ ম্যাচে ৫ জয় ও এক পরিত্যক্তে ১১। ইংল্যান্ডের পয়েন্ট ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮। সেমিতে খেলতে ভারতের দরকার ২ পয়েন্ট এবং ইংল্যান্ডের চাই ৪ পয়েন্ট। এমন পরিসংখ্যানে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ৯৯ ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় ৫৩ এবং ইংল্যান্ডের ৪১। দুদলের লড়াইয়ে ভারতের সর্বোচ্চ ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ এবং ইংল্যান্ডের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৬৬ রান। সর্বনিম্ন রান ইংল্যান্ডের ১২৫ এবং ভারতের ৩ উইকেটে ১৩২। দুই দলের শততম ম্যাচটির আড়ালে লড়াই হবে রোহিত শর্মার সঙ্গে জো রুটের। মরগানের সঙ্গে কোহলির। রোহিত এখন পর্যন্ত রান করেছেন দুই সেঞ্চুরিতে ৩৩৮। রুটের রান দুই সেঞ্চুরিতে ৪২৪।

সর্বশেষ খবর