রবিবার, ৩০ জুন, ২০১৯ ০০:০০ টা

ভারতের বোলিং নিয়ে ভাবছেন না মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে

ভারতের বোলিং নিয়ে ভাবছেন না মোসাদ্দেক

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ছাড়া প্রতিটি ম্যাচেই সহজে জিতেছে কোহলির দল। ভারতের যেমন বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ, তেমনি সেরা সেরা বোলার নিয়ে গড়া বোলিং লাইনআপ। কি পেস কি স্পিন- দুই বিভাগেই সেরা কোহলিরা। বাংলাদেশ ২ জুলাই এই ভারতের বিরুদ্ধেই খেলতে নামছে। তবে ভারতের বোলারদের নিয়ে মোটেও ভাবছেন না মোসাদ্দেক হোসেন। গতকাল টিম হোটেল হায়াত রিজেন্সিতে তিনি বলেন, ‘আমরা টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে আছি আমার মনে হয় না ইন্ডিয়া কিংবা অন্য কোনো দলের বোলিং নিয়ে চিন্তা করার কিছু আছে। অবশ্যই ইন্ডিয়া শক্ত প্রতিপক্ষ। যদি আমরা ভালো কিছু করতে পারি অবশ্যই ফল আমাদের পক্ষে আসবে। উইকেট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল হতে পারে। যদি আগে ফিল্ডিং করি প্রথম ১০ ওভারে ২-৩ উইকেট বের করার চেষ্টা করব।’ ইংল্যান্ডের উইকেট বাংলাদেশের স্পিনারদের জন্য বেশ কঠিন।

 

সর্বশেষ খবর