বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁলেন রোহিত

ক্রীড়া প্রতিবেদক

সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁলেন রোহিত

ইংল্যান্ড ম্যাচে যেখানে থেমেছিলেন। গতকাল পরিচিত এজব্যাস্টনে বাংলাদেশের বিপক্ষে সেখান থেকে শুরু করেছেন রোহিত শর্মা। যখন থেমেছেন, তখন নামের পাশে লিখে নিয়েছেন নতুন এক বিশ্বরেকর্ড। এক বিশ্বকাপে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির বিরল রেকর্ড গড়া ক্রিকেটার এখন রোহিত শর্মা। চার বছর আগে ২০১৫ সালের বিশ্বকাপে কুমার সাঙ্গাকারা চারটি সেঞ্চুরি করে রেকর্ড বুকের সোনালি পাতাকে সমৃদ্ধ করেছিলেন। শ্রীলঙ্কান কিংবদন্তিকে স্পর্শ করলেও রোহিত চার সেঞ্চুরি করেছেন ৭ ম্যাচে। সাঙ্গাকারা বিশ্বকাপের গত আসরে টানা চার ম্যাচে সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাসকে নিজের করে লিখে নেন। রোহিতের ৯২ বলে ৭ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি আবার ২১৩ ওয়ানডেতে ২৬ নম্বর এবং বিশ্বকাপে ৫ম সেঞ্চুরি। বিশ্বকাপে সব মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ভারতীয় কিংবদন্তি টেন্ডুলকারের, ৬টি। ৫টি করে সেঞ্চুরি রোহিত, সাঙ্গাকাররা ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। বিশ্বকাপে রোহিতের প্রথম সেঞ্চুরি গত আসরে বাংলাদেশের বিপক্ষে (১২৪)। এবার সূচনা ম্যাচেই সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার না মানা ১২২ রানের। দ্বিতীয় সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে ১৪০ রানের। শেষ দুটি সেঞ্চুরির ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ব্যক্তিগত ৪ রানে জীবন পাওয়ার পর খেলেন ১০৯ বলে ১০২ রানের ইনিংস। গতকাল খেলেন ৯২ বলে ১০৪ রানের তিন অংকের জাদুকরি ইনিংস। তাতে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা।

সর্বশেষ খবর