শিরোনাম
বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

উত্তেজনায় কাঁপছিল গোটা দেশ

ক্রীড়া প্রতিবেদক

উত্তেজনায় কাঁপছিল গোটা দেশ

ক্রিকেটে আগে ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে বাংলাদেশ উত্তেজনায় কাঁপত। এখন ঠিক তার উল্টোটা। পাকিস্তানের বদলে সেই জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ। নিজের দেশ বলেই উন্মাদনাটা অন্যরকম। ২০০৭ সালে বিশ্বকাপে ফেবারিট ভারতকে হারানোর পর দুই দেশের ম্যাচ ঘিরে দর্শকরা উত্তেজনায় কাঁপে। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বিতর্কিতভাবে হারানোর পর দর্শকরা ক্ষুব্ধ। গতকাল বিশ্বকাপের ম্যাচ ঘিরে দুপুরের মধ্যে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে। সবার চোখ ছিল টিভি পর্দার দিকে। রোহিত শর্মা ও রাহুল জুটি যেভাবে খেলছিল তাতে দর্শকরা নীরব হয়েই বসেছিলেন। এক সময় মনে হচ্ছিল ভারত ৩৫০ ছাড়িয়ে যাবে। কিন্তু কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানের দৃঢ়তাপূর্ণ বোলিংয়ে ভারত ৩০০ ছাড়িয়েছে ঠিকই। তবে বেশি দূর যেতে পারেনি। ৩১৪ রানেই থেমে যায় তাদের ইনিংস। মুস্তাফিজ ভারতের জন্য কতটা আতঙ্ক তা প্রমাণ মিলল ৫ উইকেট নেওয়ায়। সাকিবের পর মুস্তাফিজই বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার তিনি বিশ্বকাপে ৫ উইকেট পেলেন।

সর্বশেষ খবর