শিরোনাম
বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্রাজিল কোচ তিতের নির্ঘুম রাত

আন্তর্জাতিক ফুটবলে সুপারক্ল্যাসিকোর লড়াই নিয়ে উত্তেজনা চলছে ফুটবলভক্তদের মধ্যে। ক্রিকেট বিশ্বকাপের ডামাডোলেও ছাপিয়ে উঠছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। কোপা আমেরিকা সেমিফাইনালে আজ সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী। এ লড়াই নিয়ে ভক্তরা যেমন চিন্তিত তেমনি দুই দলের কোচও। সুপারক্ল্যাসিকোর লড়াই নিয়ে চিন্তিত ব্রাজিল কোচ তিতে ঘুমাতেই পারছেন না। তিনি বলেন, ‘আমি ঘুমাতেই পারছি না। কারণ, আমি তো আর সুপারম্যান নই। তবে আমি এই চাপটা সামলে নিতে পারি।’ বেলো হরিজন্তের সেই মাঠেই আজ নামছে দুই দল। যে মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই দুঃখ আবার ফিরে আসে কি না তাই নিয়ে চিন্তিত ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমি গত রাতে সোয়া তিনটাই ঘুম থেকে উঠেছি। ম্যাচের পরিকল্পনা নিয়ে চিন্তা করছিলাম।’ ঘুমের ঘোরেও তিতে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে চিন্তা করছিলেন। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালুনিরও নিশ্চয়ই খুব একটা ঘুম হয়নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে এসেছে অনেক ঘাম ঝরিয়ে। ব্রাজিলকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে মেসিদের।

সর্বশেষ খবর