শিরোনাম
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কী করবেন ক্যাপ্টেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

কী করবেন ক্যাপ্টেন মাশরাফি

ভারতের কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। তবু প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান। এবার বিশ্বকাপে ব্যাট-বলে যে পারফরম্যান্স দেখাচ্ছেন তাতে সাকিবই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেন। তবে আলোচনায় আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। কোনো সংশয় নেই বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থান তাতে মাশরাফির অবদান স্মরণীয় হয়ে থাকবে। একাধিক অপারেশন করেও তিনি যে জ্বলে উঠেছেন  তার কোনো জুড়ি নেই। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এশিয়া কাপে রানার্স আপ, ত্রিদেশীয় সিরিজে ট্রফিটি এসেছে তারই নেতৃত্বে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাশরাফির ভয়ঙ্কর রূপ হারিয়ে যাচ্ছে। মাশরাফিই একমাত্র ক্রিকেটার যার নেতৃত্বে বাংলাদেশ দুবার বিশ্বকাপ খেলছে। মাশরাফির নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী। অথচ এবার বিশ্বকাপে তার পারফরম্যান্স সত্যিই হতাশার। ঠিকমতো দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বোলিংয়েও পুরোপুরি ফ্লপ। ৭ ম্যাচে মাত্র ১ উইকেট পেয়েছেন। ব্যাট হাতে মাত্র ১৯ রান। চেহারায় বলে দিচ্ছে মাশরাফি কতটা ক্লান্ত। এ অবস্থায় নেতৃত্বতো দূরের কথা সেরা একাদশে থাকার কথা নয় মাশরাফির। তবু কেন বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ক বলেই যে মাঠে নামতে হবে তা কী জরুরি। বিশ্বকাপ ফুটবলেও দেখা গেছে পারফরম্যান্স বাজে হওয়ার কারণে রিজার্ভ বেঞ্চে  অধিনায়ককে বসে থাকতে। ক্রিকেটে এবার টিম ম্যানেজমেন্ট মাশরাফির বেলায় তা কেন করলেন না। শোনা যাচ্ছে বিশ্বকাপের পরই মাশরাফি জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন। এখন সব কিছু নির্ভর করছে তারই ওপর। মাশরাফি এখন কি করবেন সেটাই এখন বড় প্রশ্ন।

সর্বশেষ খবর