শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বিদায় ঘণ্টা

সুজন রফিকের পথ ধরে...

ক্রীড়া প্রতিবেদক

ভারতের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ সেমিফাইনালের খেলা। সাদা চোখে বিশ্বকাপ শেষ বাংলাদেশের। সুযোগ থাকার পরও সেরা চারে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের সঙ্গী হতে না পারার বেদনায় নীল ক্রিকেট পাগল বাঙালি। যদিও লর্ডসে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাকি। আশ্চর্য হলেও সত্যি, আলোচনায় নেই ম্যাচটি। আনুষ্ঠানিকতার ম্যাচটিকে আড়াল করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। বাজে পারফরম্যান্সের জন্য নিন্দুকের তীক্ষè তরবারিতে প্রতিনিয়ত এফোর-ওফোর হচ্ছেন মাশরাফি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের চাপ প্রবল থেকে প্রবলতর হচ্ছে প্রতিমুহূর্তে। তাহলে লর্ডসে আজ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সরে দাঁড়ানোর ঘোষণা দিবেন? ক্রিকেট বোর্ড চাইছে, ক্ষণজন্মা ক্রিকেটার মাশরাফি নিজ থেকেই সিদ্ধান্ত নিক। সম্ভবত, মাঠ থেকেই বিদায় নিচ্ছেন টাইগার অধিনায়ক! এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের যা কিছু সাফল্য, তার অধিকাংশই এসেছে মাশরাফির হাত ধরে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ট্রফি তার নেতৃত্বে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল-সব তার সূচারু অধিনায়কত্বে। শুধু কি তাই, আজ যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন ক্রিকেটপ্রেমীরা, তার কারিগর মাশরাফি। বিশ্বকাপে সেই মাশরাফি পারফরম্যান্সে ধারাবাহিক নন, তাই অনেকে বলছেন, মাঠ থেকে মাশরাফির সরে দাঁড়ানোর। বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে টাইগার অধিনায়কের উইকেট মাত্র একটি। ৪৯ ওভারে রান দিয়েছেন ৩১৫। ১৮ বছরের গোটা ক্যারিয়ারে কখনই এমন কঠিন মুহূর্ত পার করেননি। কিন্তু বাস্তবতার বেড়াজালে তিনি এখন অফ ফর্মে। বয়সও তার পক্ষে নয়। ৩৫ পেরিয়ে ৩৬ ছুঁই, ছুঁই। মাঠ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের সরে দাঁড়ানোর সুখকর রেকর্ড নেই। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান-কেউই মাঠ থেকে অবসর নিতে পারেননি। মাঠ থেকে অবসরের ঘোষণা দিতে পারা দুজন সৌভাগ্যবান ক্রিকেটার হচ্ছেন খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিক। সুজন ২০০৬ সালে এবং ২০০৭ সালে রফিক অবসরে যান মাঠ থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর