শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

৪৪ বছর পর ফাইনালে পেরু

ক্রীড়া ডেস্ক

৪৪ বছর পর ফাইনালে পেরু

হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না চিলির। সেমিফাইনালে পেরুর কাছে শোচনীয় হারে কোপা আমেরিকা থেকে বিদায় নিল তারা। গতকাল পোর্তো আলগ্রেতে অনুষ্ঠিত সেমিফাইনালে চিলিই ছিল ফেবারিট। হলো ঠিক উল্টোটা। পেরু ৩-০ গোলে জিতে ৪৪ বছর পর আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে। রবিবার রিওডিজেনেরোর মারকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে শিরোপা নির্ধারণ ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচের প্রথমার্ধেই ২ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পেরু। ২১ মিনিটে অ্যাডিসন ফ্লোরেন্স গোল করে দলকে এগিয়ে রাখেন। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জসিমার জতুন। দ্বিতীয়ার্ধে যোগ করা সময় অধিনায়ক পাওলো গোল করলে পেরুর ফাইনাল নিশ্চিত হয়ে যায়। উল্লেখ্য, কোপা আমেরিকায় একবারই চ্যাম্পিয়ন হয়েছিল পেরু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর