শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আজ মুখোমুখি

অস্ট্রেলিয়া ভারতের শীর্ষে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া ভারতের শীর্ষে ওঠার লড়াই

২০১১ সালে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করে ইতিহাসের সোনালি খাতায় চিরস্থায়ী হয়েছেন ভারতের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক। প্রাপ্তির খাতা ভরে আছে সাফল্যে। তারপরও খেলছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা। কিন্তু বাতাসে জোর গুঞ্জন বিশ্বকাপ শেষে তুলে রাখবেন ব্যাট, গ্লাভস। ধোনির বিদায়ী বিশ্বকাপে ভারত এরমধ্যেই জায়গা করে নিয়েছে সেমিফাইনাল। এখন অপেক্ষা ফাইনালের। তার আগে অবশ্য আজ হেডিংলিতে লিগ পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। দ্বীপরাষ্ট্রের বিশ্বকাপ শেষ বহু আগেই। তাই ম্যাচটি কারুণারত্নদের জন্য আনুষ্ঠানিকতার। ওল্ড ট্রাফোর্ডে একই দিন খেলতে নামছে পয়েন্ট টেবিলের সবার ওপরের দল অস্ট্রেলিয়া ও ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে উঠতে ম্যাচ দুটির আলাদা কোনো গুরুত্ব নেই। কিন্তু স্থান নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দুটির হার-জিত নির্ধারণ করবে সেমিফাইনালের লাইন আপ। 

সেমিফাইনালের লাইন আপের সমীকরণ ১-এর বিরুদ্ধে লড়বে ৪ এবং ২-এর প্রতিপক্ষ ৩। সে হিসেবে পয়েন্ট টেবিলের চারে থাকা নিউজিল্যান্ডের প্রতিপক্ষ এবং তিনে থাকা ইংল্যান্ডের প্রতিপক্ষ ঠিক হয়নি। যদি ভারত হারায় শ্রীলঙ্কাকে এবং জিতে যায় অস্ট্রেলিয়া, তাহলে ১১ জুলাই এজবাসটনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড এবং ৯ জুলাই ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিতে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাসমান সাগরের দুই পাড়ের দেশ চার বছর আগে ফাইনাল খেলেছিল মেলবোর্নে। যদি বিরাট কোহলির ভারত হেরে যায় এবং অ্যারণ ফিঞ্চের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও হেরে যায়, তাহলে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসবে না। আর যদি কোহলিরা জিতে যান এবং হেরে যান ফিঞ্চরা, তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে ভারত এবং দুইয়ে নেমে যাবে অস্ট্রেলিয়া। তখন সেমির সমীকরণ হবে ভিন্ন। এমন সমীকরণে ৯ জুলাই প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালের প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

আজকের ম্যাচ দুটি আনুষ্ঠানিকতার ঠিকই। কিন্তু সেমিফাইনালের লাইন আপের সমীকরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর