শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
কোপা আমেরিকা

সেই চিলির মুখোমুখি মেসিরা

ক্রীড়া ডেস্ক

সেই চিলির মুখোমুখি মেসিরা

কোপা আমেরিকা ফাইনালে চিলি যেন আর্জেন্টিনার কাছে অভিশাপে পরিণত হয়েছিল। গত দুটি আসরে ফাইনালে চিলির কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছেন মেসিরা। এই দুঃখ ভুলতে না পেরে গত ফাইনালের পর বিদায় নিয়েছিলেন মেসি। এবারেও কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত হওয়ার পর নাকি বিদায়ের কথা ভাবছেন মেসি। সেসব ভবিষ্যতের কথা। আজ লিওনেল মেসিরা কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছেন। সেই চিলি যাদের কাছে দুটি কোপা আমেরিকা ফাইনালে পরাজিত হয়েছেন মেসিরা। ২০১৫ ও ২০১৬ সালে। দেখা যাক, এবার কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কী করে আলবেসিলেস্তরা! চিলির বিপক্ষে অবশ্য অতীতে ৬০বার জিতেছে আর্জেন্টিনা। হেরেছে কেবল ৮টিতে। চিলির কাছে গত দুটি কোপা আমেরিকা ফাইনালে হেরে ক্ষোভে দুঃখে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি। অনেক দেন দরবার করে তাকে দলে ফেরানো হয়। আর্জেন্টিনাজুড়ে মিটিং-মিছিল হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে খেলে দলকে নিয়ে বিশ্বকাপে যান। সেখানে গিয়ে কোনোরকমে গ্রুপ পর্ব খেললেও বিদায় নেন নকআউট পর্বের শুরুতেই। হেরে যান ফ্রান্সের কাছে। বিশ্বকাপের পরও দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন আর্জেন্টাইন জাদুকর। অভিমান ছিল নিজেরই ওপর। এবার কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ার পরও তাকে নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলকে হয়তো চিরতরেই বিদায় জানাতে পারেন মেসি। বার্সেলোনার জার্সিতে অসংখ্য শিরোপা জিতলেও জাতীয় দলের জার্সিতে তেমন কোনো অর্জন নেই তার। তা ছাড়া বিশ্বকাপ আরও তিন বছর পর। কোপা আমেরিকার আরও একটি আসরে হয়তো খেলতে পারবেন আগামী বছর। সে পর্যন্ত মেসি খেলবেন কি না বলা কঠিন। অবশ্য এখনো তিন/চার বছর শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতে পারেন তিনি। কিন্তু জাতীয় দলে বার বার ব্যর্থ হওয়ার ধাক্কা কতটা সামাল দিতে পারবেন মেসি তা সময়েই জানা যাবে।

সর্বশেষ খবর