শিরোনাম
রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্যর্থতা স্বীকার তামিমের

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড উড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। টাইগারদের স্বপ্ন পূরণের যে তিন-চারজন সারথী ছিলেন, তাদের অন্যতম তামিম ইকবাল। কল্পনার চেয়েও ভালো ব্যাটিং করেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। দুরন্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যর্থ হয়েছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। গোটা টুর্নামেন্টের রান করেছেন মাত্র ২৩৫। যাতে হাফসেঞ্চুরি সাকল্যে একটি। এই না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাঁ হাতি ওপেনার তামিম।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১ ওয়ানডেতে তার রান ৬৮৭১। সেঞ্চুরি ১১ এবং হাফসেঞ্চুরি ৪৭টি। অথচ বিশ্বকাপে রান করেছেন ৮ ম্যাচে মাত্র ২৩৫। টুর্নামেন্টে তার স্কোরগুলো যথাক্রমে ৮, ২২, ৩৬, ৬২, ৪৮, ১৯, ২৪ ও ১৬। সংখ্যার বিবেচনায় একটি মাত্র ম্যাচে দুই অংকের রান করতে ব্যর্থ। তারপরও তার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের ব্যাট থেকে ধারাবাহিকভাবে বড় ইনিংস না আসায় সমালোচকরা সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। কষ্টে তামিম তার ভ্যারিফায়েড ফেসবুক পেজটি বন্ধ করে দেন। গতকাল লন্ডন থেকে ঢাকায় উড়ে আসার আগে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন বাঁ হাতি ওপেনার, ‘দলের বা নিজের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তাই আমি ব্যর্থ হয়েছি। দুঃখজনক হলেও সত্যি, আমি কিন্তু খারাপ ব্যাটিং করিনি। হয়তো বড় স্কোর পাইনি। একটি মাত্র ম্যাচে দুই অংকের রান করতে পারিনি। কিন্তু খেয়াল করলে দেখবেন, আমার স্কোর ৪৮, ৬২, ৩৬, ২২। তারপরও আমি বলব আমি ব্যর্থ।’

তামিম সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন, ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচ মিস করে। ৯ রানে জীবন পেয়ে সেঞ্চুরি করেন রোহিত। নিজের পারফরম্যান্সে যেমন কষ্ট পেয়েছেন। তেমনি মুগ্ধ বন্ধু সাকিবের পারফরম্যান্সে, ‘সাকিব অসাধারণ খেলছেন। তার এমন পারফরম্যান্সে দলের সেমিফাইনাল খেলা উচিত ছিল। এটি হতাশার যে আমরা পারিনি।’

সর্বশেষ খবর