রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্রাজিল না পেরু

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল না পেরু

গ্রুপপর্বে পেরুকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। এই পেরুই কিনা আজ রাতে কোপা আমেরিকায় ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিকদের বিপক্ষে। তাহলে কি চ্যাম্পিয়ন হওয়াটা ব্রাজিলের সময় ব্যাপার। না, ফাইনালের মেজাজই থাকে আলাদা। এখানে গ্রুপপর্বের সঙ্গে তুলনা চলে না। ১৯৭৫ সালে টুর্নামেন্টে একবারই ফাইনাল খেলেছিল তারা। শিরোপাও জিতেছিল। এরপর আর ফাইনাল উঠতে পারেনি। শক্তির দিক দিয়ে ফাইনালে ব্রাজিল ফেবারিট এ নিয়ে কারও সংশয় নেই। তবে কোচ গাসিয়া দৃঢ় কণ্ঠে বলেছেন, আমরা মেধার পরিচয় দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছি। গ্রুপপর্বে কী হয়েছে তা আমি মনে করতে চাই না। চিন্তা এখন একটাই শিরোপ জয়। আমার দলে ব্রাজিলকে হারানো মতো মেধাবি খেলোয়াড় রয়েছে। ব্রাজিলের ডিফেন্ডার আলেক্সসান্দ্রোও মানছেন ফাইনাল কঠিন। এখানে কাউকে ফেবারিট ভাবা ঠিক হবে না। বরং নিজের ঘরে আমরা কিছুটা হলেও চাপে থাকব। জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে। ২০০২ সালের পর ব্রাজিল বিশ্বকাপ জিততে পারছে না। আমি মনে করি কোপা আমেরিকার শিরোপাটা জেতাটা জরুরি হয়ে পড়েছে। ২০০৭ সালে ব্রাজিল শেষবার কোপা আমেরিকা জিতেছিল। মারকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত দুটোয় ফাইনাল হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর